বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Metro: কালবৈশাখীতে উড়ে যাবে মেট্রো, এই গুজবে কান দেবেন না, পিলার অক্ষত, আপনি নিরাপদ, জানাল কর্তৃপক্ষ

Kolkata Metro: কালবৈশাখীতে উড়ে যাবে মেট্রো, এই গুজবে কান দেবেন না, পিলার অক্ষত, আপনি নিরাপদ, জানাল কর্তৃপক্ষ

পিলার নিরাপদ, নির্ভয়ে মেট্রো চাপুন জানাল কর্তৃপক্ষ। প্রতীকী ছবি  (Photo by Dibyangshu SARKAR / AFP) (AFP)

কলকাতা মেট্রোর সিপিআরও জানিয়েছেন, ট্রেন সময়সূচি অনুসারে চলবে। মেট্রো সার্ভিসের উপর কোনও প্রভাব পড়বে না। মেট্রো পরিষেবায় কোথাও কোনও বাতিল করা হচ্ছে না।

মেট্রোর পিলার একেবারে নিরাপদ। কোনও গুজবে কান দেবেন না। সমস্ত মেট্রো যাত্রীকে আশ্বস্ত করল মেট্রো কর্তৃপক্ষ। সেই সঙ্গেই দাবি করা হয়েছে কালবৈশাখীতে উড়ে যাবে বলে যে খবর রটেছে তা মিথ্যা। প্রেস বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,কিছু মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছিল যে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রোর পিলারে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে যার জেরে মেট্রোর পরিষেবায় সমস্যা হচ্ছে।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, মেট্রো রেল কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে এই সেকশনে পিলার একেবারে নিরাপদ রয়েছে। সব দিক থেকে এগুলি নিরাপদ। এই সেকশনে নিয়মিত মেনটেনান্সের কাজ চলছে।

সেই সঙ্গে কলকাতা মেট্রোর সিপিআরও জানিয়েছেন, ট্রেন সময়সূচি অনুসারে চলবে। মেট্রো সার্ভিসের উপর কোনও প্রভাব পড়বে না। মেট্রো পরিষেবায় কোথাও কোনও বাতিল করা হচ্ছে না।

সেই সঙ্গে মেট্রোর বার্তা, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে ও সোশ্য়াল মিডিয়ায় আমরা কিছু খবর দেখতে পাচ্ছি যে টালিগঞ্জ থেকে কবি সুভাষ বা বিশেষ করে বলতে গেলে গীতাঞ্জলি ভায়াডাক্টে যে পিলার তাতে নাকি ফাটল দেখা দিয়েছে। এই খবরগুলি সর্বতোভাবে মিথ্যে, বিভ্রান্তিকর ও অসত্য খবর। এই ধরনের কোনও ঘটনা হয়নি। এখানে যে গতি নিয়ন্ত্রণের বিষয়টি দেওয়া হয়েছে তা মেইনটেনেন্সের কারণে। প্রিভেনটিভ মেনেটেনেন্স আমরা করে থাকি। টানেলের ভেতরেও করি। এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। মেট্রো যাত্রীদের কাছে মেট্রো কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করছি মেট্রো একেবারে নিরাপদ। ইউ আর সেফ ইন মেট্রো। কোনওরকম কালবৈশাখীতে উড়ে যাবে মেট্রোরেল এসব কথায় কানে দেবেন না। এটা গুজব। এই সব কথায় কান দেবেন না। প্রিভেনটিভ মেনটেনেন্স চলছে। সমস্ত জায়গায় চলে। ভায়াডাক্টেও চলে। মেট্রো পরিষেবা একেবারে স্বাভাবিক চলছে।

আপনি মেট্রোতে একেবারে নিরাপদ। কোনও গুজবে কান দেবেন না। জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সেক্ষেত্রে হাজার হাজার যাত্রীকে নির্দিষ্ট সময়ে যে মেট্রো পৌঁছে দেয় কলকাতা মেট্রো তা মহানগরীর অহঙ্কার। সেই রেল যে পুরোমাত্রায় নিরাপদ তা উল্লেখ করে দিল মেট্রো কর্তৃপক্ষ। সেক্ষেত্রে পুরোমাত্রায় আশ্বাস দিল মেট্রো কর্তৃপক্ষ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন