রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে এবার তলব করা হল ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে। শাহজাহান শেখ গ্রেফতার হওয়ার পরেই এবার ইডির ডেপুটি ডিরেক্টরকে তলব করল পুলিশ। সূত্রের খবর, গৌরব ভারিলের বয়ান রেকর্ড করার জন্য তাকে তলব করা হয়েছে। ডেকে পাঠানো হল ইডির পদস্থ আধিকারিককে।
তবে এবারই প্রথম নয়। এর আগেও গত জানুয়ারি মাসে ইডির দফতরে গিয়েছিল বসিরহাট পুলিশ। সেখানে গিয়ে গৌরব ভারিলের বয়ান রেকর্ড করার জন্য় গিয়েছিল রাজ্য পুলিশ। আর তখন সেখানে উপস্থিত ছিলেন না গৌরব ভারিল।গৌরবের সঙ্গে দেখা করতে না পেরে শেষ পর্যন্ত চলে গিয়েছিল বসিরহাট পুলিশ। আসলে ন্যাজাট থানায় ইডির তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল। আবার শেখ শাহজাহানের বাড়ির এক কর্মী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই আঙুল তুলেছিল। কোনও বৈধ তল্লাশি পরোয়ানা ছাড়াই শাহজাহানের বাড়িতে এসে তালা ভাঙার অভিযোগ উঠেছিল ইডির বিরুদ্ধে। এনিয়ে ওই শাহজাহানার কর্মী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। আবার যেখানে ইডির উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ সেই ঘটনাস্থল ঘুরে এসে অভিযোগ জানিয়েছিল পুলিশ নিজেই। আর শাহজাহান গ্রেফতার হওয়ার পরে নতুন করে নড়েচড়ে বসেছে পুলিশ। এবার একেবারে বয়ান রেকর্ড করার জন্য় ইডির আধিকারিককেই ডেকে পাঠানো হল। কিন্তু বাস্তবে তিনি দেখা করবেন কি না সেটাই দেখার।
এদিকে গ্রেফতার হওয়ার পরে শাহজাহানের চাল চলন নিয়ে গোটা বাংলা জুড়েই নানা চর্চা চলছে। শেষ পর্যন্ত শাহজাহান কতদিনের মধ্য়ে আবার সন্দেশখালিতে ফিরে আসেন সেটাই দেখার।