বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Tele-cardiology service:স্থানীয় হাসপাতালেই মিলবে বিশেষজ্ঞের পরামর্শ, চালু হচ্ছে টেলি-কার্ডিওলজি পরিষেবা

Tele-cardiology service:স্থানীয় হাসপাতালেই মিলবে বিশেষজ্ঞের পরামর্শ, চালু হচ্ছে টেলি-কার্ডিওলজি পরিষেবা

স্বাস্থ্য ভবন

রাজ্যের ৮টি মেডিকেল কলেজের নেতৃত্বে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে টেলি-কার্ডিওলজি পরিষেবা। হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, কার্ডিয়াক অ্যারেস্টের মতো আপৎকালীন পরিস্থিতে কিংবা অ্যানজাইনা অথবা হার্ট ফেলিয়োরের মতো চিকিৎসা ক্রনিক হাসপাতালেই পেয়ে যাবেন সাধারণ মানুষ।

হৃদরোগের চিকিৎসার এবার টেলি মেডিসিন পরিষেবার চালু করল রাজ্য সরকার। এর আগে স্ট্রোকের ক্ষেত্রে টেলি মেডিসিন পরিষেবা চালু হয়েছিল সরকারি হাসপাতালে। এবার হৃরোগে সম্পূর্ণ চিকিৎসা পরামর্শ মিলবে টেলি মেডিসিন পরিষেরার মাধ্যে। এর ফলে হৃদরোগে আক্রান্ত বহু দূরদূরান্তে মানুষ তাঁর স্থানীয় হাসপাতালে সেই বিশেষজ্ঞের চিকিৎসা পাবেন। 

রাজ্যের ৮টি মেডিকেল কলেজের নেতৃত্বে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে টেলি-কার্ডিওলজি পরিষেবা। হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, কার্ডিয়াক অ্যারেস্টের মতো আপৎকালীন পরিস্থিতে কিংবা অ্যানজাইনা অথবা হার্ট ফেলিয়োরের মতো চিকিৎসা ক্রনিক হাসপাতালেই পেয়ে যাবেন সাধারণ মানুষ।

এসএসকেএম, আরজি কর, ন্যাশনাল, কলকাতা মেডিক্যাল, এনআরএস, মুর্শিদাবাদ মেডিক্যাল, বাঁকুড়া সম্মিলনী ও বর্ধমান মেডিক্যাল কলেজ — এই হাসপাতালগুলি মিলিয়ে টেলি কার্ডিওলজি পরিষেবা জেলা ও মহকুমা স্তরের হাসপাতালগুলিকে। এর ফলে কলকাতামুখী ভিড় কমবে এবং হাসপাতালগুলির রেফার রোগ কমবে।

কী ভাবে মিলবে চিকিৎসা

জানা গিয়েছে প্রত্যেকটি হাসপাতালের জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করে দেওয়া থাকে। সেই ওই কার্ডিওলজি বিভাগের ষে বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে ভিডিয়ো কন্ফারেন্সিংয়ের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা। তাঁর সঙ্গে আলোচনা করে নেওয়া যাবে কোন রোগী জন্য কোন ধরনের চিকিৎসা করতে হবে। এর ফলে সময়ও বাঁচবে চিকিৎসাও হবে উৎকৃষ্ট মানের। 

(পড়ুন। দার্জিলিং চা উৎপাদনে ভাটার টান, ৫০ বছরে এত কম উৎপাদন এই প্রথম)

স্বাস্থ্য দফতর থেকে চিঠি

রাজ্যের ওই আটটি হাসপাতালে স্বাস্থ্য দফতর থেকে চিঠি গিয়েছে বিভাগীয় প্রধানদের কাছে। যাঁর এই টেলিপরিষেবার সঙ্গে যুক্ত থাকবেন তাঁদের একটি তালিকাও পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরকে। সেই তালিকায় উল্লেখ চিকিৎসার প্রটোকল এবং ডিউটি রস্টার উল্লেখ রয়েছে। স্বাস্থ্য ভবন থেকে জানা গিয়েছে সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে।

ভিড় কমবে কলকাতায়

স্বাস্থ্য দফতরের এই পরিষেবা চালু হলে স্বাভাবিক ভাবে কলকাতায়া ভিড় কমবে। স্থানীয় হাসপাতালে বসেই বিশেষজ্ঞের চিকিৎসা মিলবে। স্বাস্থ্যকর্তারা মনে করছেন, আগামী দিনে হৃরোগের সমস্যা নিয়ে জেলা থেকে কলকাতায় মূলত তাঁরাই আসবেন যাঁদের পেসমেকার বসানো, অ্যাঞ্জিয়োগ্রাফি, অ্যাঞ্জিয়োপ্লাস্টি কিংবা কার্ডিয়াক সার্জারির প্রয়োজন রয়েছে। এর ফলে কমবে রেফার রোগও। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ তুলে তুলে ছয়! নীতীশের ব্যাটিং তাণ্ডবে কচুকাটা বাংলাদেশ…ঢুকলেন বিরাট-যুবির ক্লাবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.