SSC নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বিস্ফোরক অভিযোগ করল সিবিআই। তদন্তরকারীদের দাবি, টেটের ওএমআর শিট পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল যে বেসরকারি সংস্থাকে তার এক আধিকারিকও দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন। এমনই সম্ভাবনার কথা জানা গিয়েছে একাধিক সাক্ষীর বয়ানে। তবে সত্যিই তিনি নম্বরে কারচুপি করেছিলেন কি না তা জানতে ওএমআর শিটের সঙ্গে হার্ড ডিস্কে জমা থাকা নম্বর মিলিয়ে দেখছেন তদন্তকারীরা।
টেটে স্বচ্ছতা রাখার নামে OMR শিট পরীক্ষা করার জন্য একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করেছিল SSC. নাইসা কমিউনিকেশন নামে ওই বেসরকারি সংস্থা OMR শিট পরীক্ষা করে তার নম্বর পাঠিয়েছিল SSC-র কাছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, সেই তালিকায় নম্বর বদল করেছেন সুবীরেশ ভট্টাচার্য। এভাবেই অযোগ্যদের তালিকাভুক্ত করে সুপারিশপত্র দিয়েছেন তিনি। নম্বরে কারচুপি করার দায়িত্ব ছিল পর্ণা ঘোষ নামে SSC-র এক আধিকারিকের ওপর।
সিবিআই চার্জশিটে জানিয়েছে, SSC-র তালিকায় নম্বর বদল হলেও নাইসার কাছে থাকা তালিকায় পুরনো নম্বরই থেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন দুর্নীতিতে জড়িত অনেকে। তাদের সুবীরেশ বলেছিলেন, নাইসার কাছে থাকা তালিকাতেও বদলে যাবে নম্বর। নাইসার একজন ভাইস প্রেসিডেন্ট নম্বর বদলে নতুন নম্বরের তালিকা পাঠাবেন SSC-র কাছে। নাইসার সেই বাঙালি ভাইস প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গোয়েন্দারা আদালতকে জানিয়েছেন, তদন্তে বিন্দুমাত্র সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য। একথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, আপনারা সুবীরেশকে হেফাজতে নেওয়ার আবেদন জানান, আমি ওকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দেব।