হাইকোর্টের নির্দেশের পরও কেন সুবীরেশ ভট্টাচার্যকে CBI হেফাজতে পাঠানোর নির্দেশ দিল না নিম্ন আদালত? জানতে চেয়ে নিম্ন আদালতের বিচারকের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এব্যাপারে সিবিআইয়ের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদনের শুনানি ছিল। সেকথা জানতে পেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের কাছে জানতে চান, আমি যে সুবীরেশকে হেফাজতে নিয়ে জেরা করতে বলেছিলাম তার কী হল? জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, সুবীরেশকে ১২ ডিসেম্বর আদালতে পেশ করা হয়েছিল। ২২ ডিসেম্বর ফের তাকে আদালতে পেশ করা হবে। সেদিন আমরা আবেদন করব।
একথা শুনে প্রবল ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কেন সুবীরেশকে হেফাজতে পাঠানো হয়নি তা জানতে চেয়ে জেলা বিচারকের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি। সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, এত জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। তাদের সন্ধান পেতে সুবীরেশকে জেরা করা জরুরি। সেকাজে গাফিলতি কেন? সুবীরেশ কি তিহাড় জেলে রয়েছে?
বলে রাখি, নবম দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কিংপিন হিসাবে উঠে এসেছে সুবীরেশ ভট্টাচার্জের নাম। SSC-র প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। নিজে হাতে নাম পরিবর্তন করেছেন তিনি। তার পর কারচুপি করে সেই সব নাম ঢুকিয়েছেন মেধাতালিকায়।