বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মেয়ে জামাইকে ২.৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছিলেন সুজয়কৃষ্ণ

মেয়ে জামাইকে ২.৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছিলেন সুজয়কৃষ্ণ

সুজয়কৃষ্ণ ভদ্র।

কালীঘাটের কাকুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির। মেয়ে - জামাইকে ২.৫ লক্ষ টাকা মূল্যের ফ্ল্যাট কিনে দেওয়ার নথি গোয়েন্দাদের হাতে। 

নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর পর থেকেই নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের একজন সাধারণ কর্মী বলে দাবি করে এসেছেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। কিন্তু তদন্ত যত এগিয়েছে ততই প্রকাশ্যে এসেছে তাঁর সম্পদের ভাণ্ডার। যে তালিকায় নবতম সংযোজন আড়াই কোটি টাকা মূল্যের ফ্ল্যাট। কলকাতার লি রোডে মেয়ে - জামাইকে সুজয়কৃষ্ণ এই ফ্ল্যাট কিনে দিয়েছিলেন বলে ইডি সূত্রে খবর।

গত সপ্তাহেই কালীঘাটের কাকুর বিরুদ্ধে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। সেই চার্জশিটে ইডির তদন্তকারীরা জানিয়েছেন, কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এসডি কনসালট্যান্ট থেকে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে গিয়েছে প্রায় ১ কোটি টাকা। এছাড়া কাকুর আরেকটি সংস্থায় প্রায় ৯৮ লক্ষ টাকা জমা পড়েছে বলে জানানো হয়েছে চার্জশিটে। তার পর মঙ্গলবার প্রকাশ্যে এল সুজয়কৃষ্ণ ভদ্রের মেয়ে - জামাইকে আড়াই কোটি টাকা মূল্যের ফ্ল্যাট দেওয়ার খবর।

চার্জশিটে ইডি আরও জানিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যে ৩২৫ জনের চাকরি বাতিল হয়েছে, সেই তালিকা মানিক ভট্টাচার্যের হাতে তুলে দিয়েছিলেন সুজয়কৃষ্ণই। তিনিই ওই ৩২৫ জনের অ্যাডমিট কার্ডসহ যাবতীয় নথি হোয়াটসঅ্যাপে মানিকের কাছে পাঠিয়েছিলেন।

 

বন্ধ করুন