দক্ষিণ কলকাতার মোমিনপুরে দোকান ও বাইক ভাঙচুরের অভিযোগ ওঠে গতকাল লক্ষ্মীপুজোর দিন। এরপর ইকবালপুর থানায় ভাঙচুরের অভিযোগও ওঠে। এরপরই রাতে এই নিয়ে টুইট করে সরব হন বিজেপি নেতারা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারিরা টুইট করেন। এই আবহে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে কলকাতার মোমিনপুর, ইকবালবুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে তোপ দেগে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা টুইট করেন। বিজেপি নেতারা বিভিন্ন ভিডিয়ো পোস্ট করেন (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। সুকান্ত মজুমদার গতকাল টুইট করে লেখেন, ‘মোমিনপুর-খিদিরপুরের পরিস্থিতি জানতে পেরে খুবই উদ্বিগ্ন। সেখানকার পরিবারদের সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার কখন পদক্ষেপ করবেন এই নিয়ে।’
এদিকে শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, ‘ইকবালপুর পুলিশ স্টেশন দখল হয়ে গিয়েছে। মমতার পুলিশ থানা ছেড়ে পালিয়েছে। কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্যের মুখ্যসচিব কোনও কাজের না। অনুগ্রহ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে।’ এরপর আজ সকালে শুভেন্দু টুইট করে জানান যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল লা গণেশনকে চিঠি লিখেছেন এই পরিস্থিতি নিয়ে। ফের একবার তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তোলেন। টুইট বার্তায় লেখেন, ‘আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এবং মাননীয় রাজ্যপাল শ্রী লা গণেশনকে চিঠি লিখে তাঁদের অনুরোধ করেছি যাতে মমিনপুর সহিংসতা এবং ইকবালপুর থানার লুটপাটের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই যেন এই পদক্ষেপ করা হয়।’