কলকাতা পুরসভা নির্বাচনে বিরোধীরা নানা অভিযোগ তুলেছিলেন। যেখানে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া ভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বলেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। যাঁরা নানা অভিযোগ করছেন সেসব ভিত্তিহীন। নাটক করছেন তাঁরা। এবার কলকাতা পুরসভা নির্বাচন হল ‘অবাধ শান্তিপূর্ণ’ বলে সোমবার ‘জাগো বাংলা’য় প্রকাশিত হল প্রতিবেদনও।
রবিবার পুরসভা নির্বাচনকে নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন বিরোধীরা। সিসিটিভি বন্ধ, বোমাবাজি, বুথ দখল, ভোট লুঠ–সহ নানা অভিযোগ। সর্বত্রই পুরভোটে অনিয়মের অভিযোগে দৌড়ে বেড়ান বিরোধীরা। যদিও পুলিশের কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ প্রমাণ–সহ সামনে আনলে শাস্তি দেওয়া হবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুরসভা নির্বাচনে দেখা গেল, বিরোধীরা অভিযোগ তুলে এক আসনে এসেছেন। সিপিআইএম–কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে রাস্তায় বসে প্রতিবাদ করতে থাকেন। আর সেই ঘটনাকে নিয়েই আজ জাগো বাংলায় প্রকাশিত প্রতিবেদনে রামধনু জোটের তত্ত্ব খাঁড়া করা হয়েছে। জাগো বাংলায় উল্লেখ করা হয়েছে, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড। যেখানে রাস্তায় বসে পড়েন বাম–কংগ্রেস–বিজেপি কর্মীরা।
ঠিক কী লেখা হয়েছে জাগো বাংলায়? এই বিরল ঐক্য নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপত্রে লেখা হয়েছে, ‘রামধনু জোটকেই রবিবার ক্যামেরায় সামনে প্রমাণ করল সিপিআইএম–বিজেপি–কংগ্রেস। রবিবার দুপুরে যখন বোঝাই যাচ্ছিল বিরোধীরা ১০–০ গোল খেয়ে গিয়েছে, তখন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সিপিআইএম–কংগ্রেস–বিজেপি কর্মীরা ভোটের ময়দান ছেড়ে চলে আসেন বড়তলা থানা ঘেরাও করতে… অভূতপূর্ব দৃশ্য।’ বিরোধীরা এই নির্বাচন নিয়ে নানা অভিযোগ করলেও শাসকদলের দাবি, কলকাতা পুরসভা নির্বাচন হয়েছে অবাধ ও শান্তিপূর্ণই।