বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সুনীল - শিশিরের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে ফোন সুদীপের

সুনীল - শিশিরের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে ফোন সুদীপের

ফাইল ছবি

তাঁর দাবি, স্পিকার তাঁকে জানিয়েছেন, লকডাউনের জেরে দীর্ঘদিন লোকসভার অধিবেশন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার লোকসভায় যাচ্ছেন তিনি। সেখানে গিয়ে নথিপত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।

দলত্যাগী ২ সাংসদের সাংসদপদ খারিজের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে ফোন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে ২ জনের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপচারিতা হয়। তাতে দলত্যাগী তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ও শিশির অধিকারীর সাংসদপদ অবিলম্বে খারিজের আবেদন জানান তিনি। 

গত ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীলবাবু। তার পর তাঁর সাংসদপদ খারিজের আবেদন জানায় তৃণমূল। মার্চের শেষে বিজেপিতে যোগদান করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। বুধবার তাঁরও সাংসদপদ খারিজের আবেদন জানানো হয়েছে রাজ্যের শাসকদলের তরফে। 

এদিন লোকসভার স্পিকার ওম বিড়লাকে ফোন করে এব্যাপারে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানান সুদীপবাবু। তাঁর দাবি, স্পিকার তাঁকে জানিয়েছেন, লকডাউনের জেরে দীর্ঘদিন লোকসভার অধিবেশন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার লোকসভায় যাচ্ছেন তিনি। সেখানে গিয়ে নথিপত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। পালটা সুদীপবাবু বলেন, দুজনেই প্রকাশ্যে দলত্যাগ করেছেন। ফলে এখানে বিভ্রান্তির কোনও জায়গা নেই। 

এব্যাপারে সুনীলবাবুর প্রতিক্রিয়া, আমি এখন অসুস্থ। সময়মতো পদক্ষেপ করবো।

দুই সাংসদদের সদস্যপদ খারিজ হলে বর্ধমান পূর্ব ও কাঁথিতে উপনির্বাচনের তোড়জোড় শুরু করবে নির্বাচন কমিশন। 

 

বন্ধ করুন