বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC Issue: কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার হচ্ছে কেন?‌ সংসদের দুই কক্ষে আওয়াজ তুলবে তৃণমূল

TMC Issue: কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার হচ্ছে কেন?‌ সংসদের দুই কক্ষে আওয়াজ তুলবে তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক হয়েছে। (HT_PRINT)

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের জীবনের স্বার্থের সঙ্গে জড়িত বিষয় নিয়ে সোচ্চার হবে সংসদে। এলআইসি, এসবিআই নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে ঝুঁকি তৈরি হচ্ছে বলে আওয়াজ তোলা হবে। একটি নির্দিষ্ট শিল্পসংস্থায় দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই ও জীবনবিমার বিনিয়োগ নিয়ে আলোড়ন পড়েছে।

কেন্দ্র–রাজ্যের সম্পর্কের অবনতি হচ্ছে। আর তার জন্য দায়ী কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে নোটিশ দিতে চলেছে রাজ্যসভায়। বিরোধী দলগুলিকে এভাবে হেনস্থা করা নিয়ে জোর আলোচনা চায় তাঁরা। তবে এই বিষয়ে আলোচনা শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে সংশয় আছে। আগামী ১৩ মার্চ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সেটা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। সেই অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে চেপে ধরতে চান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুধবার কলকাতায় এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠকও হয়েছে।

তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বেশ কিছু নির্দেশ দেন। সেখানে দলের লোকসভা এবং রাজ্যসভার নেতা—সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’‌ব্রায়ানকে একটি রূপরেখা দেন। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু যাতে সংসদের দুই কক্ষে ওঠে সেটা করতে বলা হয়েছে। এই বিষয়ে রাজ্যসভার সাংসদ ডেরেক বলেন, ‘সংসদে দলের রণকৌশল সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে। দলনেত্রী যে নির্দেশ দিয়েছেন, তা অনুসরণ করেই দলের সাংসদরা তাঁদের দায়িত্ব পালন করবেন।’‌

এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের জীবনের স্বার্থের সঙ্গে জড়িত বিষয় নিয়ে সোচ্চার হতে হবে সংসদে। সেখানে এলআইসি, এসবিআই নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে ঝুঁকি তৈরি হচ্ছে বলে আওয়াজ তোলা হবে। সম্প্রতি একটি নির্দিষ্ট শিল্পসংস্থায় দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই ও জীবনবিমা সংস্থা এলআইসির বিনিয়োগ নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। এবার সেটাই তোলা হবে সংসদের দুই কক্ষে। একইসঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়ানো নিয়ে আওয়াজ তোলা হবে বলে খবর।

অন্যদিকে সম্প্রতি ৯টি বিরোধী নেতা–নেত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কেন্দ্রীয় সংস্থা—সিবিআই, ইডি, আয়করকে অপব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। এবার এই ইস্যুতে সরব হতে বলা হয়েছে সাংসদদের বলে সূত্রের খবর। তবে জাতীয় সীমান্তগুলিকে শক্তিশালী করার কথাও বলা হবে। নামপ্রকাশে অনিচ্ছুক দলের এক সাংসদ বলেন, ‘কেমন করে কেন্দ্রীয় সরকার ভোটপর্ব মিটে যাওয়ার পরেই রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেশের নিম্নমধ্যবিত্ত, গরিব মানুষের উপর মূল্যবৃদ্ধির খাঁড়া নামিয়ে এনেছে সেটাও সংসদের ভিতরে–বাইরে তুলে ধরা হবে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন