ত্রিপুরায় পুরভোটে তৃণমূলের লড়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলকে নিশানা করেই তিনি জানান, ‘তৃণমূল ত্রিপুরায় সব ধার করে নিয়ে যাচ্ছে। ধার করে কি আর নির্বাচনে জেতা যায়?’
এবারেই ত্রিপুরায় পুরভোটে লড়েছে তৃণমূল। ত্রিপুরায় সব পুরসভা ও নগর পঞ্চায়েতে প্রার্থী দিতে না পারলেও আগরতলা পুরনিগমে সব কটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। গত ২৫ নভেম্বর পুরভোট হয়ে গিয়েছে। সেই পুরভোটে সেখানকার শাসকদল বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস চালানোর একাধিক অভিযোগও উঠেছে। তারইমধ্যে দিলীপ বলেন, ‘ত্রিপুরায় তৃণমূল লাফালাফি করছে। তবে ওখানকার মানুষ সঠিক সিদ্ধান্তই নেবেন।’ একইসঙ্গে তিনি জানান, ‘তৃণমূল জিতবে বলে আমার তো মনে হয় না। ত্রিপুরায় কোনও আসনে যদি বিজেপি প্রার্থী দিয়ে না থাকে, তাহলে হয়ত সেখানে তৃণমূল জিততে পারে।’
এদিন কলকাতা পুরনিগমে প্রার্থী তালিকা ঘোষণা নিয়েও মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘আমাদের দল সর্বভারতীয় দল। সঠিক সময়ে প্রার্থী ঘোষণা হয়ে যাবে।’ একইসঙ্গে তৃণমূলকে ঠেস দিয়েই দিলীপবাবু জানিয়ে দেন, ‘আমরা যে নির্বাচনেই লড়ি, সেটা জেতার জনই লড়ি।’ তৃণমূলের পাশাপাশি বাম ও কংগ্রেসও নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এই প্রসঙ্গে বাম–কংগ্রেসের নাম না করেই কটাক্ষ ছুড়ে দেন দিলীপবাবু। তাঁর কথায়, ‘অনেকেই বিধানসভা ভোটের সময়ে লাফালাফি করেছিল। ব্রিগেডে বড় সভা হয়েছে। কিন্তু বিধানসভায় কী রেজাল্ট হয়েছে, সবাই জানে।’