বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > উত্তর প্রদেশ বা উত্তরাখণ্ড বেড়াতে যাচ্ছেন? জেনে নিন পুজো থেকে কালীপুজোর আবহাওয়া

উত্তর প্রদেশ বা উত্তরাখণ্ড বেড়াতে যাচ্ছেন? জেনে নিন পুজো থেকে কালীপুজোর আবহাওয়া

উত্তর প্রদেশ বা উত্তরাখণ্ড বেড়াতে যাচ্ছেন? জেনে নিন পুজো থেকে কালীপুজোর আবহাওয়া

এই সময় উত্তরাখণ্ডের পর্বতশিখরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর পর উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের ওপর থেকে মৌসুমী বায়ু প্রত্যাহারের পর্ব শুরু হবে।

পুজোয় বেড়ানোর সব প্রস্তুতি সারা। কেউ কেউ ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন। কারও চলছে শেষ মুহূর্তের বাঁধাছাঁদা। দক্ষিণবঙ্গের পুজো তো বৃষ্টিতে মাটি হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা। কিন্তু যাচ্ছেন যেখানে সেই উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে পুজো থেকে কালীপুজো পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া? জেনে প্রস্তুতি নিয়ে তবে নামুন অভিযানে।

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, পুজোর শুরুতে উত্তর প্রদেশের সমতল ও উত্তরাখণ্ডের পাহাড়ে প্রধাণত পরিষ্কার আকাশ থাকবে। ৩ অক্টোবর থেকে আংশিক মেঘলা আকাশ মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে ৬ – ৮ অক্টোবর পর্যন্ত পর্যন্ত। এই সময় উত্তরাখণ্ডের পর্বতশিখরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর পর উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের ওপর থেকে মৌসুমী বায়ু প্রত্যাহারের পর্ব শুরু হবে। ১০ অক্টোবরের পর থেকে ক্রমশ শুষ্ক ও মনোরম আবহাওয়া।

তিনি জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা থাকায় সঙ্গে ছাতা বা রেইন কোট রাখা ভালো। তবে নাগাড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা নেই। কালীপুজোর আগে উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় বেশ শীত অনুভব হতে পারে। সেজন্য প্রস্তুতি নিয়ে বেরনো ভালো।

বন্ধ করুন