বাম – কংগ্রেসের কায়দাতেই রাজ্যবাজেটকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বলে আক্রমণ শানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। সোমবার বিকেলে দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে, রাজ্য বাজেট আসলে রাজ্যবাসীকে বোকা বানানোর চেষ্টা বলে মন্তব্য করেন তিনি। সঙ্গে তুলে ধরেন বাজেটে থাকা একাধিক স্ববিরোধিতা।
রাহুলবাবু বলেন, শিক্ষকের পথে হেঁটে ছাত্রও লোককে বোকা বানাতে কী করে তথ্য পেশ করতে হয় তা শিখে গিয়েছে। উনি দাবি করেছেন পশ্চিমবঙ্গের GDP ১০ শতাংশের বেশি। তাহলে পশ্চিমবঙ্গ ছেড়ে সবাই কাজের খোঁজে অন্যত্র যাচ্ছেন কেন?
বামেদের মতোই এদিন রাজ্যের ঋণ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানান তিনি। বলেন, বাম জমানা পর্যন্ত রাজ্যের ঋণ ছিল ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় ৮ বছরে ২ লক্ষ ৮০ হাজার কোটি টাকা ঋণ করে ফেলেছেন। এত টাকা ঋণ নিয়ে তারা কী করছে তা কিছুই জানাচ্ছেন না। ওদিকে রাজ্য দেনায় ডুবে যাচ্ছে।
বিদ্যুতের বিলে ছাড়ের সিদ্ধান্তকেও কটাক্ষ করেছেন রাহুলবাবু। তাঁর কথায়, সদিচ্ছা থাকলে রাজ্য সরকার প্রতি মাসে ছাড়ের পরিমাণ ঘোষণা করত। সেক্ষেত্রে মাসে ২৫ ইউনিটে ছাড় পেতে পারতেন গ্রাহকরা। ৩ মাসের একসঙ্গে ৭৫ ইউনিট ছাড় দিয়ে কী প্রমাণ করতে চাইছে সরকার? লোকের চোখে ধুলো দিতে সরকার একাজ করছে বলে দাবি তাঁর।