বাংলা নিউজ > হাতে গরম > জয়পুরে ইতালির নাগরিকের শরীরে মিলল করোনাভাইরাস

জয়পুরে ইতালির নাগরিকের শরীরে মিলল করোনাভাইরাস

জয়পুরে ইতালির নাগরিকের শরীরে মিলল করোনাভাইরাস (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

জয়পুর বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর। থার্মাল স্ক্যানার নিয়ে আন্তর্জাতিক বিমানের যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে।

প্রথমবার নমুনা পরীক্ষায় জয়পুরে ইতালির এক নাগরিকের নেগেটিভ রিপোর্ট এসেছিল। দ্বিতীয়বার রিপোর্ট পজিটিভ এল ওই ব্যক্তির। একথা জানিয়েছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা।

আরও পড়ুন : রাজধানীতে এবার করোনা হানা, আক্রান্ত তেলাঙ্গানার একজনও

গত ২৯ ফেব্রুয়ারি জয়পুরে এসেছিলেন ওই ব্যক্তি। প্রথমবার পরীক্ষায় তাঁর দেহে করোনাভাইরাস মেলেনি। দ্বিতীয় পরীক্ষায় মিলেছে মারণ ভাইরাস। তবে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পুণেতে তাঁর দেহের নমুনা পাঠানো হবে। মন্ত্রী বলেন, 'আবার যাচাই করার জন্য তাঁর নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠাচ্ছি আমরা। তবে তাঁকে পৃথক ওয়ার্ডে রাখা হচ্ছে। এখানে (জয়পুর) থাকার সময় তাঁর সম্পর্স্শে যাঁরা এসেছিলেন, তাঁদের নমুনা পরীক্ষার চেষ্টা করা হচ্ছে।'

আরও পড়ুন : করোনা আতঙ্ক : ইরানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর বিষয়ে আশ্বাস বিদেশমন্ত্রীর

এদিকে, জয়পুর বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর। থার্মাল স্ক্যানার নিয়ে আন্তর্জাতিক বিমানের যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে।

আরও পড়ুন : করোনাভাইরাসের উপসর্গ কী কী ? অসুখই বা কীভাবে রুখবেন?

উল্লেখ্য, এদিন বিবৃতি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে আরও দু'জনের দেহে করোনাভাইরাস মিলেছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বন্ধ করুন