ভারতে দু'জনের শরীরে করোনাভাইরাসের খোঁজ মিলল। একটি ঘটনা নয়াদিল্লির ও অপরটি তেলাঙ্গানার। আজ বিবৃতি দিয়ে একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন : করোনা আতঙ্ক : ইরানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর বিষয়ে আশ্বাস বিদেশমন্ত্রীর
নয়াদিল্লিতে একজনের দেহে করোনাভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। তেলেঙ্গানায় একজনের রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লিতে যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি ইতালিতে গিয়েছিলেন। সেই দেশে এখন ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। সোমবার পর্যন্ত ১,৬৯৪ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রামিতের সংখ্যাটা। ৩৪ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে তেলাঙ্গানায় যিনি আক্রান্ত হয়েছেন তিনি দুবাইয়ে গিয়েছিলেন। সেখানেও করোনাভাইরাসে সংক্রমণের খোঁজ মিলেছে। তাঁরা আর কোথায় কোথায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : করোনাভাইরাসের উপসর্গ কী কী ? অসুখই বা কীভাবে রুখবেন?
আপাতত দুই আক্রান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তাঁদের কড়া নজরে রাখা হয়েছে।
আরও পড়ুন : ৪৮ ঘণ্টাতেই করোনা-ভাইরাস 'নিরাময়', দাবি থাইল্যান্ডের চিকিৎসকদের
উল্লেখ্য, আগে ভারতে তিনজনের দেহে করোনাভাইরাসে খোঁজ মিলেছিল। তিনজনেই কেরালার বাসিন্দা। তাঁরা করোনার উৎসস্থল উহান থেকে দেশে ফিরেছিলেন। করোনার রিপোর্ট পিজিটিভ আসার পর তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছিল। চিকিৎসার পর তিনজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।