আয়ুষ্মান ভারতের আওতায় যে দাম ধার্য করা আছে, সেই টাকায় কি কোভিড রোগীদের চিকিত্সা করতে পারবেন? বেসরকারি হাসপাতালগুলির কাছে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সুপ্রিম কোর্ট। আয়ুষ্মান ভারতের আওতায় গরীবদের বিমাপরিষেবা দেওয়া হয়।
এদিন প্রধান বিচারপতি বোবডের নেতৃত্বাধীন বেঞ্চ বলে যে তারা সব হাসপাতালকে বিনা পয়সায় করোনা রোগীগের চিকিত্সা করতে বলছেন না। শুধু যে সব হাসপাতাল সস্তায় জমি পেয়েছে, তাদের কিছু করোনা রোগীকে বিনামূল্যে ট্রিটমেন্ট দিতে বলছে।
প্রধানবিচারপতি বলেন যে আমি শুধু জানতে চাই হাসপাতালগুলি আয়ুষ্মান ভারতের রেটে ট্রিটমেন্ট দিতে প্রস্তুত কিনা। সরকারের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন যে সরকার সাধ্যমতো গরীবদের সাহায্য করার চেষ্টা করছে। যাদের টাকা নেই চিকিত্সা করানোর তাদের জন্য আছে আয়ুষ্মান ভারত। দুই সপ্তাহ পর ফের এই মামলার শুনানি করবে সুপ্রিম কোর্ট।
প্রাথমিক ভাবে করোনা পরীক্ষার জন্য সর্বোচ্চ ৪৫০০ টাকার ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র।। পরে অবশ্য সেই ঊর্ধ্বসীমা তুলে দিয়েছে কেন্দ্র।