ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রকাশিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) এর উত্তর পুস্তিকার ত্রুটিগুলি চিহ্নিত করলেন আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল ও ডেন্টাল পরীক্ষার্থীরা। বেশ কয়েকজন শিক্ষার্থী সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে তাঁদের ব্যক্তিগত অপটিক্যাল মার্ক রেকগনিশন (OMR) শিট-এর উত্তরগুলি তুলে ধরেছেন। OMR শিটের স্ক্যান কপি আসলে উত্তর পুস্তিকা বা আনসার বুকলেট, যা রেকর্ডেড উত্তর পত্রের থেকে আলাদা।
শিক্ষার্থীদের কাছ থেকে ৭ অক্টোবরের মধ্যে ত্রুটি সংক্রান্ত চ্যালেঞ্জ গ্রহণ করবে এনটিএ। তবে শিক্ষার্থীদের মতে, এই প্রক্রিয়া সম্পূর্ণ অকেজো। টুইটারে এক শিক্ষার্থী জানিয়েছেন, 'আমার ক্ষেত্রে, OMR শিটটি ভুল প্রক্রিয়ায় একটি উত্তর নির্ধারণ করেছে। ওই প্রশ্নের উত্তরই আমি দিইনি। চ্যালেঞ্জ বিভাগে ‘ড্রপ ডাউন’ বোতামটি আমার অবস্থা ব্যাখ্যা করার সুযোগ দেয়নি।’
অন্য একটি ক্ষেত্রে, একজন শিক্ষার্থীর রেকর্ডেড উত্তরপত্রের চিহ্নিত উত্তরগুলির মধ্যে ৫০টিরও বেশি অনুপস্থিত। ওই ছাত্র বলেন, ‘এনটিএ-র কাছে চ্যালেঞ্জ দায়ের করতে হলে আমাকে প্রতি প্রশ্নের জন্য এক হাজার টাকা দিতে হবে। বর্তমান জাতীয় পরিস্থিতিতে আমি কীভাবে ৫০ টি প্রশ্নের চ্যালেঞ্জ করব?’ তিনি এখন সরাসরি এনটিএ-র কাছে তাঁর সমস্যার কথা লিখিত ভাবে জানিয়ে স্পষ্ট উত্তর জানতে চেয়েছেন।
এই বছর কোভিড -১৯ এবং দেশব্যাপী লকডাউনের জেরে কয়েক মাস বিলম্বের পরে ১৩ সেপ্টেম্বর সারাদেশে NEET-UG অনুষ্ঠিত হয়। ১৫ লক্ষ মেডিক্যাল ও ডেন্টাল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। NTA ২৬ সেপ্টেম্বর Answer Key প্রকাশ করে এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের উত্তরের চ্যালেঞ্জ গ্রহণের সময়সীমা বেঁধে দেয়। গত বছরের মতো এবার OMR শিটগুলি একই সময়ে প্রকাশ করা হয়নি বলে শিক্ষার্থীরা মনক্ষুণ্ণ হন।
এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, ‘শিক্ষার্থীরা ইতিমধ্যে জীববিজ্ঞান বিভাগ থেকে Answer Key তে কমপক্ষে দুটি প্রশ্নের চ্যালেঞ্জ জানিয়েছেন এবং এখন, OMR শিটের জন্য তাঁদের ফের চ্যালেঞ্জ উত্থাপন করতে হবে। এই সিদ্ধান্ত অন্যায্য এবং NTA এর উচিত এই বিষয়ে নজর দেওয়া।’
আজ, বুধবার রাত ৮ টা পর্যন্ত চ্যালেঞ্জ পাঠানোর উইন্ডোটি উন্মুক্ত থাকবে এবং এখনও NTA OMR শিট ও ছাত্রদের করা প্রতিক্রিয়াপত্রের ক্ষেত্রে ত্রুটির অভিযোগের বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি।
NTA এর ডিরেক্টর জেনারেল বিনীত যোশী বলেন, ‘চ্যালেঞ্জ প্রক্রিয়া বর্তমানে জারি রয়েছে। শিক্ষার্থীদের উত্থাপিত প্রশ্নগুলি কেবলমাত্র চ্যালেঞ্জ উইন্ডোটি বন্ধ হয়ে যাওয়ার পরেই আমরা জানতে পারব এবং তারপর প্রশ্নগুলি নিয়ে বসব।’