বাংলা নিউজ > কর্মখালি > ISC-তে দারুণ সাফল্য জিডি বিড়লার, চাবিকাঠি কী? বললেন স্কুলের প্রধান শিক্ষক

ISC-তে দারুণ সাফল্য জিডি বিড়লার, চাবিকাঠি কী? বললেন স্কুলের প্রধান শিক্ষক

ISC-তে দারুণ সাফল্য জিডি বিড়লার

ISC 2023- এবারের ক্লাস ১২ -এর পরীক্ষায় দুর্দান্ত ফল করেছে কলকাতার জিডি বিড়লা স্কুল। এই লাগাতার সাফল্যের নেপথ্যে আছে কোন কারণ জানালেন এই স্কুলের প্রধান শিক্ষক নিজেই।

সদ্যই প্রকাশ্যে এসেছে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এর ক্লাস ১২ বা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (ISC) এর রেজাল্ট। আর এই পরীক্ষায় ফাটাফাটি রেজাল্ট করেছে কলকাতার একাধিক স্কুল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি স্থানেই আছে কলকাতার কৃতি ছাত্র ছাত্রীরা। প্রথম স্থানে আছেন হেরিটেজ স্কুলের মান্য গুপ্তা, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন জিডি বিড়লা স্কুলের দুই পড়ুয়া। দ্বিতীয় হয়েছেন শুভশ্রী সাহু এবং ঐশী গঙ্গোপাধ্যায়, তৃতীয় স্থানে আছেন উপাসনা দাস। খেয়াল করলে দেখা যাবে গত বছরও এই স্কুল থেকে এক ছাত্র প্রথম হয়েছিলেন ISC পরীক্ষায়। লাগাতার এমন সাফল্যের কারণ? কীভাবে ছাত্র ছাত্রীদের গাইড করছেন শিক্ষকরা? কতটা চেষ্টা করছেন তাঁরা ছাত্রদের সঙ্গে? এই বিষয়ে জিডি বিড়লার প্রধান শিক্ষক HT বাংলাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন তাঁদের এই সাফল্যের চাবিকাঠি কী।

জিডি বিড়লা স্কুলের প্রধান শিক্ষক জানালেন, 'আমরা এক্সট্রা ক্লাসের আয়োজন করি। এই ক্লাস সবার জন্য। সমস্ত পড়ুয়ারাই এতে অংশ নেয়। ক্লাস ১১ থেকে এটা শুরু হয়ে যায়। এছাড়া যাঁরা স্কুলের কোনও টার্মের পরীক্ষায় ভালো করে না তাঁদের বাবা মা এবং সেই পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসি আমি। সঙ্গে থাকেন ভাইস প্রিন্সিপাল। আমরা সকলে মিলে আলোচনা করি, দেখি যে সেই পড়ুয়াদের কোথায় খামতি থেকে যাচ্ছে। কিসে অসুবিধা হচ্ছে তার। সেটা আলোচনা করার পর কী করা উচিত, কোন পথে তার এগোনো উচিত, কীভাবে পড়লে ভালো হবে সেটা আমরা গাইড করে দিই।'

তিনি আরও জানান, 'আমাদের স্কুলের টিচাররা ছাত্রদের জন্য মডেল কোয়েশ্চেন পেপার বানান। তারপর সেগুলো পড়ুয়াদের দেওয়া হয়। ওরা সেই পেপার নিজেরাই সলভ করে। এরপর ওদের উত্তরমালা দিয়ে দেওয়া হয় যাতে ওরা নিজেরাই দেখত পারে কোথায় ওদের ভুল হচ্ছে। কোনটা বেশি পড়তে হবে। আমরা সবসময় Interactive Class এবং লার্নিংয়ের উপর জোর দিই। শিক্ষকরা অবশ্যই সাহায্য করবে পড়ুয়াদের। কিন্তু পড়ুয়াদের নিজেদের বেশি পড়তে হবে। Independent লার্নিং জরুরি।'

জিডি বিড়লা কোন মাধ্যমে পঠন-পাঠন চালিয়ে বারবার সাফল্য পাচ্ছে সেটা প্রধান শিক্ষকের কথাতেই উঠে আসেন। তিনি এবারের ফলাফল নিয়ে বলতে গিয়ে বলেন, ' গত বছর আমাদের স্কুল থেকে গোটা ভারতের মধ্যে প্রথম হয়েছিল। এবার আমাদের লক্ষ্য ছিল আরও বেশি সংখ্যক ছাত্র যাতে প্রথম হতে পারে। কিন্তু সেটা না হলেও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে ওরা। আমাদের স্কুলের গড় মান কিন্তু ভীষণ ভালো হয়েছে এবার। আসলে এটা একটা সমবেত প্রচেষ্টা শিক্ষক, ছাত্র এবং তাদের পরিবারের।'

বন্ধ করুন