দু'একদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ইউজিসি নেটের ফলাফল। বুধবার তা জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, ফলাফল প্রকাশের কাজ চলছে। দু'একদিনের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে একইসঙ্গে ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জুন সেশনের নেট হয়েছিল। কিন্তু একাধিকবার সেই পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। শেষপর্যন্ত গত ২০ নভেম্বর থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পরীক্ষা হয়েছিল। বুধবার ইউজিসির তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২০ সালের ডিসেম্বরের নেট হয়নি। পরবর্তীতে একসঙ্গে ২০২০ সালের ডিসেম্বর এবং ২০২১ সালের জুন সেশনের নেটের আয়োজন করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। দেশের ২৩৯ টি শহরের ৮৩৭ টি কেন্দ্রে ৮১ টি বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল। ১২ লাখের বেশি প্রার্থী পরীক্ষার জন্য নথিভুক্ত করেছিলেন।
তাহলে ফলাফল কবে প্রকাশিত হবে?
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এম জগদেশ কুমার জানিয়েছেন যে এনটিএয়ের সঙ্গে ইউজিসি কাজ চালিয়ে যাচ্ছে। এক থেকে দু'দিনের মধ্যে ফলাফল প্রকাশের জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান।