বাংলা নিউজ > ক্রিকেট > IND W vs AUS W: ভারতের বিরুদ্ধে টেস্ট হেরেও 'খুশি' অজি অধিনায়ক, দিলেন কোন 'অজুহাত'?

IND W vs AUS W: ভারতের বিরুদ্ধে টেস্ট হেরেও 'খুশি' অজি অধিনায়ক, দিলেন কোন 'অজুহাত'?

অ্যালিসা হিলি। ছবি-পিটিআই (PTI)

ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে নিজেদের ব্যর্থতা ঢাকতে নয়া অজুহাত অজি অধিনায়কের।

ভারতের মহিলা দলের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের শিকার হতে হয় অস্ট্রেলিয়ার মহিলা দলকে। ওয়ানখেড়ে স্টেডিয়ামে রীতিমতো দুর্বল দেখায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের। প্রথম থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে ম্যাচ পকেটে তোলে ভারত। বড় ব্যবধানে জেতে তারা। তবে এই হারকে নিয়ে ম্যাচ শেষে মুখ খুললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। অজি অধিনায়কের বক্তব্য, সমগ্র অস্ট্রেলিয়াবাসি তাদের জিততে দেখতে এতটাই অভ্যস্ত যে একটা হারলেই তারা ভেঙে পড়ে। পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে এক থেকে দেড় বছরে দল ভালই উন্নতি করেছে এবং তিনি এই উন্নতি নিয়ে সন্তুষ্ট।

ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার মহিলা দলের স্থায়ী অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় অ্যালিসা হিলির কাঁধে। তবে অধিনায়ক হওয়ার পর শুরুটা একেবারেই ভালো হয়নি তাঁর। মুম্বাইয়ে ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্টে বড় ব্যবধানে পরাজিত হয় তারা। গোটা ম্যাচ জুড়েই রাজত্ব করে ভারতের বোলার ও ব্যাটাররা। দুই ইনিংসেই ভারতকে স্বাচ্ছন্দ দেখায়। অন্যদিকে অস্ট্রেলিয়া মহিলা দলকে রীতিমতো অপেশাদার দেখায়। কোনও ভাবেই দাঁড়াতে পারেনি তারা ভারতের সামনে। তবে এই পরাজয়কে ঘিরে এক সাক্ষাৎকারে হিলি জানিয়েছেন যে গোটা দেশ তাদের জয় দেখতে অভ্যস্ত, তাই একটি পরাজয়তেই সকলের মন ভেঙ্গে যায়।

হিলি বলেন, 'যখন আপনি কোন ব্যক্তিকে বা কোন দলকে লাগাতার জিততে দেখেন, তখন একটি পরাজয় হলেই আপনাদের মন ভেঙে যায়। এটাই স্বাভাবিক। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা এক। আমাদের পারফরম্যান্সের উপর নজর রেখেছে সকলে। আমাদের জিততে দেখে গোটা অস্ট্রেলিয়া এতই অভ্যস্ত যে সামান্য একটা হারে তাদের মন ভেঙে যায়। তবে কেউ এটা লক্ষ্য করেনি যে শেষ এক থেকে দেড় বছর আমাদের দলে প্রচন্ড উন্নতি হয়েছে। আমাদের খেলাতেও বেশ ভালো উন্নতি হয়েছে। এই বিষয়ে আমি খুবই সন্তুষ্ট।'

পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে শেখার বেশি সময় তাদের কাছে নেই, তবে তিনি গর্বিত যেভাবে তাঁর দল লড়াই করেছে বলে। হিলি বলেন, 'দেখুন শেখার বা পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলার মতো সময় আমাদের কারোর কাছেই ছিল না। তবে, আমরা যে লড়াইটা দিয়েছি সেটার জন্য আমি খুবই গর্বিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমায় অঞ্জুম চোপড়া জিজ্ঞেস করেন আরও কয়েকটি টেস্ট খেলা প্রসঙ্গে। সময় আমি জানিয়েছিলাম যে হ্যাঁ, আরও দুটি টেস্ট খেললে দুই দলেরই ক্ষমতা বোঝা যেত এবং আমাদের আরও অভিজ্ঞতাও অর্জন করা হতো। হোম কন্ডিশনে সবার ফেভারিট ভারতই ছিল।' এছাড়াও তিনি জানান যে এই ম্যাচ থেকে কিছু শিক্ষা তিনি ও তাঁর দল পেয়েছেন এবং এই পরাজয়কে ভুলেই আগে এগিয়ে যেতে হবে।

ক্রিকেট খবর

Latest News

ভারী লহেঙ্গা পরে নাজেহাল শ্রদ্ধা! তাঁর র‌্যাম্পে হাঁটা নিয়ে একী বললেন নেটিজেনরা? ‘লোক ভাবে আমরা অন্ধ বলে…’! সারেগামাপায় আরাত্রিকা-অহনার ডুয়েট, রাঘব বললেন… গ্লোব ফিরেছে, ইলোরা, চিত্রা, নটরাজ সহ ১০০টি হল পুনরায় ফিরিয়ে দিতে চান শতদীপ মায়াঙ্ক ও নীতীশকে একসঙ্গে মাঠে নামিয়েই পাকিস্তানের বিরাট বিশ্বরেকর্ড ভাঙল ভারত ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে বধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দীপাবলির ১০ দিন আগে ভূমিপুত্রর কর্কটে গমন অপ্রত্যাশিত সাফল্য আসবে ৩ রাশির জীবনে ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, দিলেন ১০টাকার নোট, কন্যা পুজো করলেন অঙ্কিতা দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে দেবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.