বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > বন্‌ধের মাঝে আমজানতার সঙ্গে মিলে বাসে করে বাড়ি ফিরলেন কুম্বলে, সেই ছবি হল ভাইরাল

বন্‌ধের মাঝে আমজানতার সঙ্গে মিলে বাসে করে বাড়ি ফিরলেন কুম্বলে, সেই ছবি হল ভাইরাল

অনিল কুম্বলে।

বেঙ্গালুরুতে বন্‌ধ ছিল। বিমানবন্দর থেকে বেরিয়ে বাড়ি ফেরার জন্য অটো, ট্যাক্সি, অ্যাপ ক্যাব কিছুই পাননি অনিল কুম্বলে। শেষ পর্যন্ত বেঙ্গালুরু মিউনিসিপ্যালিটির বাসে চেপেই বাড়ি ফিরেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচ।

তিনি বরাবরই মাটির মানুষ। আলাদা করে কখনও গায়ের সঙ্গে তারকা তকমা সেঁটে ঘুরতে পছন্দ করতেন না। আর সেটা তিনি বহু বারই প্রমাণ করেছেন। সোমবার ফের আরও একবার সেটার প্রমাণ হাতেনাতে মিলল।

এদিন বেঙ্গালুরুতে বন্‌ধ ছিল। বিমানবন্দর থেকে বেরিয়ে বাড়ি ফেরার জন্য অটো, ট্যাক্সি, অ্যাপ ক্যাব কিছুই পাননি অনিল কুম্বলে। শেষ পর্যন্ত বেঙ্গালুরু মিউনিসিপ্যালিটির বাসে চেপেই বাড়ি ফিরেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কোচ।

আরও পড়ুন: কলম্বোর কিং কোহলি- একই মাঠে টানা চারটি সেঞ্চুরির নজির, হাসিম আমলাকে ছুঁলেন বিরাট

নিজেই বাসে চেপে বাড়ি ফেরার ছবি সোশ্যাল মিডিয়া সাইট এক্সে (X) শেয়ার করেছেন কুম্বলে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার জন্য BMTC-র ট্রিপ বেছে নিয়েছি।’ আশেপাশে বেশ কয়েক জন থাকলেও কুম্বলের গা ঘেঁষে থাকতে অবশ্য কাউকেই দেখা যায়নি। ছবি দেখে বোঝা যাচ্ছে, সেটি একটি এসি ভলভো বাস। বাসের হাতল ধরে রয়েছেন কুম্বলে। কুম্বলের পোস্ট করা ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বেঙ্গালুরুতে সোমবার বন্‌ধের ডাক দিয়েছিল কর্নাটক রাজ্য বেসরকারি পরিবহণ সংস্থা। প্রশাসনের কাছে একগুচ্ছ দাবি নিয়ে এই বন্‌ধের ডাক। ভাড়া বাড়ানো থেকে শুরু করে ট্রাফিক পুলিশের জুলুমের বিরুদ্ধেও প্রতিবাদ করেছে তারা। জানিয়ে দেওয়া হয়েছিল, সোমবার বেঙ্গালুরুতে কোনও বেসরকারি বাস, ট্যাক্সি, অটো চলবে না। এই পরিস্থিতিতে সোমবার বেঙ্গালুরু বিমানবন্দরে নেমে বেঙ্গালুরু মিউনিসিপ্যালিটির বাসে চেপেই বাড়ি ফেরেন কুম্বলে।

বন্‌ধের জন্য সাধারণ যাত্রীদের ভোগান্তির শেষ নেই। তাদের একমাত্র ভরসা এই সরকারি বাস। তাতে চেপেই যাতায়াত করছেন স্থানীয় মানুষ। আর আমজনতার সঙ্গে এদিন মিলে গেলেন কুম্বলেও। ভারতের কিংবদন্তি স্পিনারের এমন মানসিকতায় উচ্ছ্বসিত নেটপাড়া। তাঁকে এর জন্য বাহবা জানিয়েছেন সকলেই।

আরও পড়ুন: হার্দিকের ইন-সুইং না বুঝতে পেরে ভেবলে গিয়ে বোল্ড হলেন বাবর- ভিডিয়ো

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা লেগ স্পিন বোলারদের একজন হিসেবে বিবেচিত হন অনিল কুম্বলে। তিনি টেস্ট ক্রিকেটে ৬১৯টি উইকেট নিয়েছেন। ওডিআই ক্রিকেটে নিয়েছেন ৩৩৭টি উইকেট। আইপিএলে রয়েছে ৪৫টি উইকেট। কুম্বলের ক্রিকেটার হিসেবে যেমন সাফল্য আকাশছোঁয়া। তিনি একজন দক্ষ প্রশাসকও ছিলেন। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তিনি। এমন কী কোচ হিসেবেও কুম্বলে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন। তবে বিরাট কোহলির সঙ্গে মতানৈক্যের কারণে তাঁকে কোচের পদ থেকে সরানো হয়। এমন বড় মাপের একজন তারকা হয়েও যে ভাবে কুম্বলে বাসে করে বাড়ি ফিরেছেন, তা নিঃসন্দেহে সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

বন্ধ করুন