ভারতীয় ক্রিকেট টিমের পিছুই ছাড়ছে না বৃষ্টি। এশিয়া কাপের শুরু থেকেই বৃষ্টিতে বারবার সমস্যায় পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। গ্রুপ লিগে ভারতের প্রথম ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচও ছিল বৃষ্টিবিঘ্নিত। নেপালের বিরুদ্ধে ওভার কমে গিয়ে টি-টোয়েন্টির মতো ভারতের লক্ষ্য দাঁড়িয়েছিল। যাইহোক সেই ম্যাচে ভারত জেতে।
এরপর সুপার ফোর পর্বে এসেও বৃষ্টির হানা। বৃষ্টির জেরে দু'দিন ধরে চলে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচটিও ভারত জিতে যায়। মঙ্গলবার ফের ভারত মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার। ১৫ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে রোহিত শর্মাদের খেলতে হবে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে। আর সেই ম্যাচেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
১০ (রবিবার) এবং ১১ সেপ্টেম্বর (সোমবার) মিলিয়ে ভারত-পাক লড়াই চলেছে। সেই ম্যাচে টিম ইন্ডিয়া রেকর্ড রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। সেই সঙ্গে ভারত সুপার ফোর পর্বের প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতে বড় অক্সিজেন পেয়েছে। তাও ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে ছিল। কিন্তু ভারত-শ্রীলঙ্কা ম্যাচে সেই বিষয়টি নেই।
আরও পড়ুন: কী করুণ হাল বাবদের! রাহুল-কোহলির পার্টনারশিপের চেয়েও ১০৫ রান কম করল পুরো পাক টিম
ভারত-লঙ্কা ম্যাচে রিজার্ভ ডে না থাকায় মঙ্গলবার ম্যাচ ভেস্তে গেলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না। সেক্ষেত্রে ভারত এবং শ্রীলঙ্কা দুই দলেরই পয়েন্ট দাঁড়াবে তিন করে। পাকিস্তানের আবার ২ পয়েন্ট। তখন পাকিস্তান-শ্রীলঙ্কা ম্য়াচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এদিকে ভারত-বাংলাদেশ ম্যাচেও যদি পয়েন্ট ভাগাভাগি হয়, তবু ভারত ফাইনালে চলে যাবে। বাংলাদেশের কাছে হারলেও ভারতের অবশ্য ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে, সে ক্ষেত্রে পাক-শ্রীলঙ্কা ম্যাচে কোনও এক দলকে জিততে হবে। পয়েন্ট ভাগাভাগি হওয়া চলবে না। এবং হারলেও ভারতকে তাদের রানরেট ঠিক রাখতে হবে।
আরও পড়ুন: কলম্বোর কিং কোহলি- একই মাঠে টানা চারটি সেঞ্চুরির নজির, হাসিম আমলাকে ছুঁলেন বিরাট
এখন প্রশ্ন হল, ১২ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের সময়ে কি আবহাওয়ার উন্নতি হবে? নাকি এই ম্যাচটিও বৃষ্টিতে ভাসবে? কলম্বোতে যে ভাবে বৃষ্টি হয়ে চলেছে, তাতে হতাশাই বাড়ছে। Accuweather অনুসারে, মঙ্গলবার দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৮৪ শতাংশে রয়েছে। ম্যাচ শুরু হওয়ার সময়ে আবার ৩৪ শতাংশ বজ্রপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। পূর্বাভাস অনুয়ায়ী, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমে ৫৫ শতাংশে এসে দাঁড়াতে পারে। এর থেকে মনে হচ্ছে, ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি হয়তো হবে। তবে বৃষ্টির জেরে ওভার কমে যেতে পারে। পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলাই হয়েছে, সারাদিনই মেঘে ঢাকা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে