ভারত অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ। তাতেই রান তাড়া করে রেকর্ড জয়। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের এমন অসাধারণ জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব।
বৃহস্পতিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অজিদের ঝুলিয়ে দেওয়া ২০৯ রানের টার্গেটে পৌঁছে ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের এটিই সব থেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। সূর্যকুমার যাদব ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্য়ে ৪২ বলে ৮০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে ম্যাচের সেরা হন।
ম্যাচের শেষে ক্যাপ্টেন সূর্যর কাছে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বিসিসিআই টিভি-র সাক্ষাৎকারে। পরিসংখ্যান নিয়ে কিছু প্রশ্নও করা হয় তাঁকে। এক্ষেত্রে সূর্যকুমার সব প্রশ্নেই জবাব দেন নিজের মতো করে। তবে যখন তাঁকে ম্যাচ তাঁর নিজের চূড়ান্ত স্কোর নিয়েই জানতে চাওয়া হয়, সূর্যর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত মজাদার।
তিনি ম্যাচে শেষমেশ কত রান করেছেন সেটা জানতে চাওয়া হলে সূর্যকুমার জবাবে বলেন, ‘আরে বাপ রে। ৪১ বলে ৮০ রান।’ তিনি ভুল উত্তর দেন এক্ষেত্রে। আসলে সূর্যকুমার ৪২ বলে ৮০ রান করেছেন জানানো হলে ভারত অধিনায়কের দাবি ছিল, যে বলটিতে আউট হয়েছেন সেটি কেন হিসাবে ধরা হবে?
সূর্যকুমার নিজের এই ইনিংসকে ভয়ডরহীন ইনিংস আখ্যা দেন। আলাদা করে প্রশংসা করেন ইশান কিষান ও রিঙ্কু সিংয়ের ব্যাটিংয়ের। ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখতে পারায় তৃপ্ত শোনায় তাঁকে। সূর্য এও জানান যে, এমন ম্যাচ জিতলে আলাদা আনন্দ পাওয়া যায় এবং ড্রেসিং রুমের পরিবেশও আরও ফুরফুরে হয়। তিনি আশা প্রকাশ করেন যে, দ্বিতীয় ম্যাচেও তাঁরা ভালো ক্রিকেট উপহার দিতে পারবেন।
উল্লেখ্য, বিশাখাপত্তনমে শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। জোশ ইংলিস ১১০ ও স্টিভ স্মিথ ৫২ রান করেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২০৯ রান তুলে নেয়। সূর্যকুমার যাদব ছাড়াও লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ইশান কিষান। তিনি ৫৮ রানের কার্যকরী ইনিংস খেলেন। শেষবেলায় রিঙ্কু সিং অপরাজিত ২২ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।