বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: টিম ইন্ডিয়ার হটসিট ছেড়ে আইপিএলের আঙিনায় ফিরতে পারেন দ্রাবিড়, কোন দলে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি?

IPL 2024: টিম ইন্ডিয়ার হটসিট ছেড়ে আইপিএলের আঙিনায় ফিরতে পারেন দ্রাবিড়, কোন দলে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি?

রোহিত শর্মার সঙ্গে রাহুল দ্রাবিড়। ছবি- পিটিআই।

নিলামের আগেই ২টি আইপিএল ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়কে নিজেদের ডাগ-আউটে পেতে দড়ি টানাটানিতে মেতে উঠতে পারে বলে খবর।

অল্পের জন্য বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পরে বিরাট কোহলি, রোহিত শর্মাদের আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে বিস্তর চর্চা চলছে ভারতীয় ক্রিকেটমহলে। ২০২৭-এর ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত তাঁরা খেলা চালিয়ে যাবেন কিনা, ২০২৪ টি-২০ বিশ্বকাপে রোহিতদের খেলতে দেখা যাবে কিনা, এমন একাধিক প্রসঙ্গ নিয়ে আলোচনা জারি রয়েছে। তবে এর মাঝেই কোচ রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়েও জল্পনায় খামতি নেই।

আসলে দ্রাবিড়ের সঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে বিশ্বকাপের পরেই। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করে কিনা, রাহুল নিজে মেয়াদ বাড়িয়ে নিতে রাজি হন কিনা, সেই বিষয়ে এখনও ছবিটা স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই উঁকি দিতে শুরু করেছে অন্য একটি সম্ভাবনা। নতুন করে টিম ইন্ডিয়ার দায়িত্ব না নিলে রাহুল পুনরায় আইপিএলের আঙিনায় ফিরতে পারেন বলে খবর।

এক্ষেত্রে ২টি দলের সঙ্গে দ্রাবিড়ের যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমত, নিজের পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডাগআউটে দেখা যেতে পারে তাঁকে। তবে জোর জল্পনা এই যে, টিম ইন্ডিয়ার হেড কোচকে দেখা যেতে পারে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে। সেক্ষেত্রে তিনি গৌতম গম্ভীরের স্থালিভিষিক্ত হবেন।

আরও পড়ুন:- বিরল ঘটনা আন্তর্জাতিক T20-তে, আম্পায়ারের বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে দল তুলে নিল কম্বোডিয়া, খেলল না পরের ম্য়াচও

গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব ছেড়ে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ক্যাপ্টন হিসেবে কেকেআরকে জোড়া খেতাব জেতানো গম্ভীরকে আসন্ন আইপিএল মরশুমে দেখা যাবে নাইটদের মেন্টর হিসেবে। সুতরাং, লখনউকে তাদের সাপোর্ট স্টাফের শূন্যপদ পূরণ করতে হবে খুব তাড়াতাড়িই। এক্ষেত্রে এলএসজি দ্রাবিড়কে পেতে ঝাঁপিয়েছে বলে খবর।

আরও পড়ুন:- AUS vs PAK: 'ওরা তো কথায় কথায় ক্যাপ্টেন বদলায়', অস্ট্রেলিয়া সিরিজের আগে বাবরের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে ঠুকলেন চ্যাপেল

বিসিসিআই দ্রাবিড়ের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে পারে তাড়াতাড়িই। তবে দ্রাবিড় সম্ভবত পরিবারকে সময় দিতেই জাতীয় দল থেকে দূরে সরে থাকতে পারেন। টিম ইন্ডিয়ার ঠাসা ক্রীড়াসূচির জন্যই পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটানোর উপায় নেই কোচেদের। অন্যদিকে আইপিএলের সঙ্গে কোচ বা মেন্টর হিসেবে যুক্ত হলে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে অসুবিধা হবে না দ্রাবিড়ের।

দ্রাবিড়কে নিতান্ত রাজি করানো না গেলে টিম ইন্ডিয়ার জন্য নতুন হেড কোচ খুঁজে হবে বিসিসিআইকে। সেক্ষেত্রে দৌড়ে এগিয়ে ভিভিএস লক্ষ্মণ। আপাতত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন লক্ষ্মণ। রাহুলের অনুপস্থিতিতে জাতীয় দলকে একাধিক সিরিজে কোচিংও করিয়েছেন তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের রাশ রয়েছে ভিভিএসের হাতেই।

ক্রিকেট খবর

Latest News

নিয়মিত পথে নেমেও কটাক্ষের শিকার, ক্ষোভ উগরে স্বস্তিকা বললেন ‘আমাদের সং ভাবে’ বৃষ্টিতে ভিজেও চলছে ডাক্তারদের আন্দোলন, এরই মাঝে 'বড় পদক্ষেপ' সরকারের ভক্তদের জন্য সুখবর, চোটের কবলে পড়ে দু'মাস বাইরে থাকার পরে মাঠে ফিরছেন মেসি নাটকীয় জয় সামারসেটের, ক্রাচে ভর দিয়েই মাঠে সতীর্থদের সঙ্গে উদযাপন ব্যান্টনের ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.