Shoaib Bashir Visa Hassle: ভারত সফরের জন্য ভিসা বিলম্বের কারণে সমস্যায় পড়তে হয়েছিল ইংল্যান্ডের ২০ বছর বয়সী তরুণ স্পিনার শোয়েব বশিরকে। সেই বশিরই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার উইকেট শিকার করেন। রোহিত শর্মার উইকেটটি হল বশিরের কেরিয়ারে প্রথম টেস্ট উইকেট। পাকিস্তানি বংশোদ্ভূত বশির ভিসা সমস্যার কারণে আবুধাবি থেকে সিরিজের ওপেনিং ম্যাচ খেলতে ইংল্যান্ড দলের সঙ্গে হায়দরাবাদে যেতে পারেননি। হায়দরাবাদ টেস্টের মাঝামাঝি সময়ে তিনি দলের সঙ্গে যোগ দেন। এবার সেই ভিসা সমস্যা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের বংশদ্ভুত ব্রিটিশ ক্রিকেটার।
৬'৪ লম্বা ব্রিটিশ অফ-স্পিনার শুক্রবার দেখিয়েছিলেন যে তিনি কী করতে পারেন। তিনি প্রমাণ করলেন কেন অধিনায়ক বেন স্টোকস সোশ্যাল মিডিয়ায় তাঁর বোলিংয়ের একটি ভিডিয়ো ক্লিপ দেখার পরে তাঁকে নিজের দলে নিয়েছিলেন। বড় বিরতি পাওয়ার আগে মাত্র ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা বশির নিজের অভিষেক টেস্টের দিনে ইংল্যান্ডের সেরা স্পিনার ছিলেন। ২৮ ওভার বল করে ১০০ রানের বিনিময়ে দুই উইকেট নেন। তিনি দিনের সবচেয়ে বেশি ওভারও করেন।
এদিনের ম্যাচের পরে শোয়েব বশির বলেন, ‘আজ একটি বিশেষ দিন। গত দুই-তিন বছরে আমি যে সব কিছুর মধ্য দিয়ে গিয়েছি, তা এটিকে আরও বিশেষ করে তুলেছে। রোহিত শর্মাকে আউট করে আমার প্রথম উইকেটটি অবিশ্বাস্য মনে হচ্ছে।’ ম্যাচ শেষে বশির বলেন, ‘সে (রোহিত) একজন মানসম্পন্ন খেলোয়াড়, বিশ্বের অন্যতম সেরা এবং স্পিন খেলার ক্ষেত্রেও দুর্দান্ত।’
ভারতে যাওয়ার আগে ভিসা নেওয়ার জন্য বশিরকে আবুধাবি থেকে ইংল্যান্ডে ফিরে যেতে হয়েছিল। বেন স্টোকস বলেছিলেন যে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছিলেন এবং এমনকি সমস্যাটি সমাধান না হওয়া পর্যন্ত আবুধাবিতে থাকার কথা ভেবেছিলেন। তবে বশির বলেছিলেন যে তিনি ভিসা পাওয়ার বিষয়ে সর্বদা নিশ্চিত ছিলেন।
ভিসা সমস্যা নিয়ে শোয়েব বশির বলেন, ‘কোনও সন্দেহ ছিল না, আমি সবসময়ই জানতাম যে আমি ভিসা পাব। এটি নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল বটে, তবে আমি এখন এখানে আছি। আমি আমার অভিষেক করেছি এবং এটিই গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে, আমি বেশ চিন্তা মুক্ত ছিলাম। আমি জানতাম এটা ঠিক হয়ে যাবে, তাই দ্রুত সমাধানের জন্য ইসিবি ও বিসিসিআই-কে ধন্যবাদ।’
নিজের উচ্চতাকে কাজে লাগিয়েছেন শোয়েব বশির। তিনি বলেন, ‘৬ ফুট ৪ ইঞ্চি আমার মনে হয় স্পিন করতে সাহায্য করে। আমি আমার লাইনের সঙ্গে আরও কিছুটা ধারাবাহিক হতে পারতাম, তবে আমি কেবল আজকের দিনের দিকে ফিরে তাকাতে চাই এবং রোহিত শর্মাকে আউট করার কথা ভাবছি, আমি মনে করি এটাই আসলে গুরুত্বপূর্ণ।’ এদিনের ম্যাচে ইংল্যান্ডের পারফরমেন্স নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, দিনের শেষে ছয় উইকেট হারিয়ে আমরা ভালো করেছি। সামনের দিকে তাকালে আমরা বেশ কয়েকটি ব্রেকথ্রু পেতে চাই (এবং) তারপর ব্যাটিং করতে চাই।’