শুভব্রত মুখার্জি:- চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ফল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। ধরমশালাতে পঞ্চম টেস্টের আগেই ভারত সিরিজে ৩-১ ফলে লিড নিয়ে নেয়। ফলে কিছুটা হলেও গুরুত্ব হারিয়েছে পঞ্চম টেস্ট।
ঘটনাচক্রে ইংল্যান্ডের ব্যাজবলের যুগে এটাই প্রথম টেস্ট সিরিজ হার। এর আগে কোন সিরিজ হারেনি তারা। ভারতের মাটিতে টেস্টে সেইভাবে সাফল্য পায়নি ব্যাজবল স্ট্র্যাটেজির ক্রিকেট। যদিও সিরিজের শুরুটা ইংল্যান্ড ভালো করেছিল। হায়দরাবাদে প্রথম টেস্টে জিতে তারা সিরিজে লিড নিয়েছিল।
এরপরেই খেই হারায় তারা। আর সিরিজে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ইংল্যান্ডের এই পতনের জন্য এবার তাদের অধিনায়ক বেন স্টোকসের অধিনায়কত্বকেই দায়ী করেছেন বিসিসিআইয়ের সভাপতি। একেবারে বিস্ফোরক দাবি জানিয়েছেন তিনি।
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রজার বিনি জানিয়েছেন, 'সত্যি বলতে বেন স্টোকসের অধিনায়কত্ব ছিল অতিরিক্ত আক্রমণাত্মক। আর আমি মনে করি ঠিক এই কারণেই ইংল্যান্ডের পতন ঘটেছে এই কয়েকটা টেষ্ট ম্যাচে। এত বেশি আক্রমণাত্মক হয়ে ভারতের মাটিতে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে খেলা চালানো কঠিন। এই ধরনের উইকেটে মাটি কামড়ে পড়ে থাকতে হয়। তাহলেই বড় রান করার জায়গা তৈরি হয়।'
তিনি আরও যোগ করেন, ‘রোহিত শর্মা এই সিরিজে অধিনায়ক হিসেবে খুব ট্যাকটিক্যাল খেলা খেলেছে। আমি দেখেছি ও এটা বুঝতে পেরেছে যে কার কাছ থেকে ও ঠিক কি চায়। আর ও কিন্তু ওর বোলারদের দিয়ে ঠিক সেই কাজটাই করিয়ে নিয়েছে। আর অন্যদিকে আমি মনে করি না ইংল্যান্ড তাদের স্ট্র্যাটেজিতে একটুও বদল এনেছে। তাঁরা একরকমভাবে আক্রমণাত্মক খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ঠিক প্রথম টেস্টে ওঁরা যেমন আক্রমণাত্মক খেলা খেলেছে, সেইরকম খেলাই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর সেইখানে দাঁড়িয়ে রোহিত শর্মা কিন্তু অনেক বেশি ধৈর্য্যশীল ছিল। ও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খেলেছে। প্রথম টেস্ট বাদ দিলে পরের টেস্টগুলোতে ও অনেক বেশি ধৈর্য্য দেখিয়েছে এবং জিতেছে।’
বিনি আরও যোগ করেন, 'আমি মনে করি ধরমশালাতে যে পরিস্থিতিতে পড়েছে ইংল্যান্ড তার জন্য ওদের নিজেদেরকেই দোষ দেওয়া উচিত। সকালে কিন্তু ওরা শুরুটা ভালোই করেছিল। আমার মনে হয়েছিল ওরা অনেক বেশি লড়াকু স্কোর করবে। তবে আজকের দিনটা ভারতের ছিল। ভারত বেশ ভালো ব্যাটিংও করেছে। আমি মনে করি এই সিরিজটা যতটা লড়াই হবে সবাই আশা করেছিল তা হয়নি। বেশ একপেশে লড়াই হয়েছে সিরিজে।'