মায়াঙ্ক যাদব শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলতে তো পারবেনই না, সেই সঙ্গে পরের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেও হয়তো তাঁকে পাওয়া যাবে না। দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগেই এ কথা জানিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। তবে তিনি আশা প্রকাশ করে জানিয়েছেন যে, ফাস্ট বোলার ‘শীঘ্রই আবার মাঠে ফিরবে’। প্রসঙ্গত, রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র এক ওভার বল করার পর মায়াঙ্ক মাঠ ছেড়েছিলেন।
আরও পড়ুন: টপলি যেন ‘উড়ন্ত বাজ’, বাঁ-দিকে লাফিয়ে এক হাতে রোহিতের ক্যাচ ধরলেন, ভাইরাল হল ভিডিয়ো
মায়াঙ্কের চোট নিয়ে চিন্তা
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মায়াঙ্কের আপডেট দিয়ে জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘গুজরাট টাইটান্স ম্যাচের আগে নিতম্বের উপর ও কিছুটা ব্যথা অনুভব করছিল। তবে এটি দশটির মধ্যে একটি ব্যথা ছিল। এবং আমরা ভেবেছিলাম যে, ওষুধে এটা সেরে যাবে। ডাক্তার এবং ফিজিয়োদের দেখানোর পর সব কিছু ঠিকঠাক বলে মনে হয়েছিল। যে কারণে টাইটান্সের বিরুদ্ধে ও প্রথম ওভার বলও করেছিল। কি ও আবার ব্যথা অনুভব করতে শুরু করে। আমরা একটি এমআরআই স্ক্যান করাই। এবং সেখানে একটি খুব ফোলাভাব রয়েছে। তাই আমরা খুব আশাবাদী, ও নিজেকে ফিট করে শীঘ্রই আবার বোলিংয়ে ফিরে আসবে।’
কবে মাঠে ফিরবেন এলএসজি-র তরুণ পেসার?
দিল্লির বিরুদ্ধে ম্যাচের একদিন পরই রবিবার আবার কলকাতার ইডেন গার্ডেন্সে কেকেআর-এর মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস। ল্যাঙ্গার জানিয়ে দিয়েছেন, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মায়াঙ্ককে হয়তো ফের পাওয়া যাবে। সেক্ষেত্রে দিল্লি বিরুদ্ধে ম্যাচ ছাড়াও কেকেআর-এর বিরুদ্ধে খেলা হবে না মায়াঙ্কের।
আরও পড়ুন: ইগো রাখলে চলবে না, যেদিন খারাপ বল করি, পর দিন আত্মবিশ্লেষণ করি- অকপট ম্যাচের সেরা বুমরাহ
ল্যাঙ্গারের দাবি, ‘১৯ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের জন্য মায়াঙ্ককে ফিট করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা চাই যে, সম্ভব হলে ও প্রতিটি ম্যাচ খেলুক। কিন্তু এখন কিছু করার নেই। ও মাঠে ফেরার জন্য সে প্রতিদিন খুব কঠোর পরিশ্রম করছে। তবে দিল্লিক বিরুদ্ধে খেলাটা অসম্ভব। পরের ম্যাচেও সম্ভবত ওকে পাওয়া যাবে না।’
জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে লখনউ
মরশুমের প্রথম ম্যাচে হারের পর, লখনউ সুপার জায়ান্টরা টানা তিন ম্যাচ জিতেছে। পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টানা ম্যাচ জিতেছে কেএল রাহুলের দল। ৪ ম্যাচে ৩টি জয়ের সৌজন্যে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিনে রয়েছে দলটি। এদিন দিল্লিকে হারাতে পারলে কলকাতা নাইট রাইডর্সকে তারা ছাপিয়ে যাবে। আর রানরেট যদি ভালো রাখত পারে, তবে রাজস্থান রয়্যালসকে ছাপিয়ে শীর্ষে ওঠারও সুযোগ থাকবে লখনউ সুপার জায়ান্টসের।