শুভব্রত মুখার্জি: বয়স তাঁর ৪২। তিনি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা ছেড়েছেন দীর্ঘদিন হল। তবে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। বর্তমানে তিনি ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলে খেলতে। মরশুম শুরুর আগেই তিনি ছেড়েছেন অধিনায়কত্ব। দায়িত্ব তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। তবে সিএসকের অধিনায়কত্ব ছাড়লেও ব্যাট হাতে বা কিপিং গ্লাভস হাতে তাঁর পারফরম্যান্স কিন্তু এখনও প্রশংসার দাবিদার।
গত বছরেও তিনি আইপিএলে খেলেছিলেন হাঁটুর সমস্যা নিয়ে। এই বছরে এখন পর্যন্ত তাঁর সে রকম কোন সমস্যা মাঠে দেখা যায়নি। তবে সম্প্রতি তাঁকে দেখা যায় সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে। আর সেই সময়েই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁর প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন… IPL 2024: ছিটকে গেলেন কনওয়ে! বদলি হিসাবে ইংল্যান্ডের ৩৬ বছরের পেসারকে দলে নিল CSK
রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। ম্যাচে সিএসকে হারিয়ে দিয়েছে মুম্বইকে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে সিএসকে দল তাদের টিম বাসে উঠছিল। সেই সময়ে বেশ অসুবিধার মধ্যে দেখা যায় ধোনিকে। টিম বাসে উঠতে যাওয়ার আগে তাঁকে স্টেডিয়ামের সিঁড়িতে খোড়াতে দেখা যায়। সঙ্গে সঙ্গে প্রাক্তন অধিনায়ককে সাহায্য করতে এগিয়ে আসেন সিএসকের প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না। খোঁড়াতে থাকা ধোনিকে সিঁড়ি দিয়ে নামতে সাহায্য করেন রায়না।
আরও পড়ুন… ভিডিয়ো: ইডেনের মাটিতে লোটাচ্ছে নাইটদের পতাকা, একাই সবকটা কুড়িয়ে মন জিতলেন শাহরুখ খান
সিএসকের তরফে তাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যে ভিডিয়োতে দেখা গিয়েছে ধোনিকে সিঁড়ি থেকে নামাতে সাহায্য করছেন সুরেশ রায়না। ম্যাচে ধোনি ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।একেবারে শেষ দিকে নেমে মাত্র ৪ বল খেলে ২০ রানে অপরাজিত থেকেছেন তিনি। সিএসকে ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ২৬ রান নেয় সিএসকে ব্যাটাররা। হার্দিককে তিনটি ছয় মারেন ধোনি। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে সিএসকেকে হারিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স দল। ম্যাচে ২০ রানে জিতে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে সিএসকে দল। সিএসকের বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স জানিয়েছেন, ম্যাচ চলাকালীন হাঁটুর সমস্যায় ভুগছিলেন ধোনি। তবে সেই সমস্যা নিয়েই ম্যাচে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি।