শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স বুধবারের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে পর্যন্ত, এই মরশুমের আইপিএলে আটটি ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে চারটিতে পেয়েছে। চারটি ম্যাচ হেরেছে তারা। ফিফটি-ফিফটি পারফরম্যান্স রেটিং তাদের। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচ খেলতে নেমেছে গুজরাট টাইটান্স। এই ম্যাচে দিল্লিকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া শুভমন গিল ব্রিগেড।
এদিকে দিল্লির বিরুদ্ধে খেলতে নামার আগে শুভমন গিল তাঁর হোটেলের ঘরের ভিতরের একটি মজার ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েক জন সঙ্গীকে নিয়ে তাঁদের বিরুদ্ধে ফুটবল পায়ে নিজের দক্ষতা দেখাচ্ছেন শুভমন। পুরো ভিডিয়োটিই মজার। আর সেই ভিডিয়ো আরও মজাদার মন্তব্য করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ওপেনার ইশান কিষান। যে মন্তব্যটি শুভমনকে বেশ কটাক্ষই করেছেন ইশান। শুভমনের সেই ইনস্টাগ্রাম পোস্টে ইশান লিখেছেন, ‘হাহা! রোনাল্ডো ❌ রোটিডালদো’।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শুভমন আইপিএল ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলতে নেমেছেন। তাঁকে তার জন্য দলের তরফে বিশেষ শুভেচ্ছা জানিয়ে একটি মোমেন্টো দেওয়া হয়। এদিনের ম্যাচের আগে যে ৯৯টি ম্যাচ শুভমন খেলেছেন, তাতে ৩৮.১২ গড়ে, ১৩৮.১২ স্ট্রাইকরেটে ৩,০৮৮ রান করে ফেলেছেন। এর মধ্যে তিনটি সেঞ্চুরি এবং ২০টি হাফসেঞ্চুরি রয়েছেন শুভমনের। তাঁর সর্বোচ্চ স্কোর হল ১২৯ রান। এই পারফরম্যান্সের হাত ধরে শুভমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন: হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও নড়বড়ে পারফরম্যান্স MI-এর
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত শুভমন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছিলেন। এই সময়ে কেকেআর-এ থেকে তিনি তাঁর ক্রিকেট ক্যারিয়ারকে আর শক্তিশালী ভাবে তৈরি করেছিলেন। তিনি তাঁর অভিষেক মরশুমে ১৩টি ম্যাচ খেলে ৩৩.৮৩ গড়ে এবং ১৪৬.০৪ স্ট্রাইক রেটে ২০৩ রান করেছিলেন।
২০২২ সালে গুজরাট টাইটান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন শুভমন গিল। আর অভিষেক মরশুমে গুজরাটকে আইপিএল ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শুভমন। তিনি দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। ১৬ ম্যাচে ৩৪.৫০ গড়ে এবং ১৩২.৩৩ স্ট্রাইক রেটে ৪৮৩ রান করেছিলেন।
২০২৪ আইপিএলে আবার হার্দিক পান্ডিয়া দল ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলে অধিনায়ক করা হয় শুভমনকে। তাঁর নেতৃত্বে এবার গুজরাটের সামনে বড় চ্যালেঞ্জ। কতদূর দলকে নিয়ে যেতে পারবেন শুভমন?