বাংলা নিউজ > ক্রিকেট > KKR attacked by MS Dhoni fans: ১-৩-র বদলা ৩-১, ধোনি-কোহলির ছবি দিয়ে পোস্ট KKR-র, গম্ভীর অ্যাডমিন? রসিকতা নেটপাড়ার

KKR attacked by MS Dhoni fans: ১-৩-র বদলা ৩-১, ধোনি-কোহলির ছবি দিয়ে পোস্ট KKR-র, গম্ভীর অ্যাডমিন? রসিকতা নেটপাড়ার

২০১৪ সালের ইংল্যান্ডে ১-৩ ব্যবধানে হেরেছিল ভারত, ২০১৪ সালে এখন ৩-১ ব্যবধানে এগিয়ে ভারত। (ছবি সৌজন্যে, এক্স @KKRiders ও এএফপি)

২০১৪ সালের বদলা নিল ভারত- আর সেই পোস্টের জেরে নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়ল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যাঁরা নিজেদের মহেন্দ্র সিং ধোনির ভক্ত হিসেবে দাবি করেছেন। কেন ধোনির হার দেখানো হবে, তাতেই চটে গিয়েছেন তাঁরা।

দশ বছর আগে ১-৩ ব্যবধানে হারতে হয়েছিল। আর এবার ইতিমধ্যেই ৩-১ ব্যবধান হয়ে যাওয়ায় সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পূর্ণ হয়েছে ভারতের বদলা। সোশ্যাল মিডিয়ায় সেই প্রতিশোধের পোস্ট করে নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়ল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। যাঁরা নিজেদের মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সমর্থক বলে দাবি করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল প্রতিশোধ তুললেও ওই নেটিজেনদের মূলত আপত্তি হল যে কেন ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার হারের ঘটনা তুলে ধরা হল? সেজন্যই চটে গিয়েছেন ওই নেটিজেনরা। তাঁরা কেকেআরকে পালটা ট্রোল করতে শুরু করে দিয়েছেন।

আর কেকেআরের যে পোস্ট ঘিরে নেটিজেনদের একাংশ উষ্মাপ্রকাশ করেছে, তাতে দুটি ছবির কোলাজ করা হয়েছে। উপরের দিকে থাকা ছবিতে হতাশ ধোনি, বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানের ছবি দেখা গিয়েছে। সেই ছবির উপর লেখা আছে, ‘ইংল্যান্ড ২০১৪’। আর নীচের ছবিতে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দলের ছবি আছে (ছবির উপর লেখা আছে ‘ভারত ২০২৪)’। যে দল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যে টেস্ট সিরিজ জিতে ফেলেছে। এখনও একটি টেস্ট বাকি আছে। সেটি খেলা হবে ধরমশালায়। আর ওই পোস্টের সঙ্গে লেখা হয়েছে, '১-৩, ৩-১* ১০ বছরের চ্যালেঞ্জ পূরণ হল, তাই তো?'

তাতেই চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ। সরাসরি কেকেআরকে আক্রমণ শানিয়ে এক নেটিজেন বলেন, 'দিল্লির রঞ্জি দল থেকে ছেঁটে ফেলা হয়েছে কেকেআরের প্রাক্তন অধিনায়ককে। বর্তমানে কেকেআরের যিনি অধিনায়ক আছেন, তাঁকে ভারতীয় দল থেকে ছেঁটে ফেলে ফেলা হয়েছে। লখনউ সুপার জায়ান্টস থেকে ছেঁটে ফেলা হয়েছে কেকেআরের মেন্টরকে। কেকেআরের মালিককে ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ছেঁটে ফেলা হয়েছে। ছাঁটাইয়ের চ্যালেঞ্জ চলছে।'

কয়েকজন নেটিজেন আবার সিএসকের বিরুদ্ধে কেকেআরের হারের ভিডিয়ো পোস্ট করেছেন। কেউ-কেউ আবার ২০২১ সালের আইপিএলের ফাইনালের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন যে নয় বছরের চ্যালেঞ্জ সম্পূর্ণ হয়েছিল। কারণ ২০১২ সালের আইপিএলে সিএসককে হারিয়ে কেকেআর যে আইপিএল জিতেছিল, সেটার প্রতিশোধ তুলেছিলেন ধোনিরা। কেউ-কেউ আবার মজা করে বলেছেন, ‘গৌতম গম্ভীর নিজের অ্যাকাউন্ট থেকে আসুন।’ এক নেটিজেন আবার বলেন, ‘অধিনায়কত্ব তো গুরুত্বপূর্ণ বিষয়।’

উল্লেখ্য, ২০১৪ সালে যে হারের বদলা নেওয়া হয়েছে বলে কেকেআরের তরফে পোস্ট করা হয়েছে, সেই সিরিজের সঙ্গে ২০২৪ সালের ভারত-ইংল্যান্ড সিরিজের কিছুটা মিল আছে। ২০১৪ সালে ইংল্যান্ডে গিয়ে প্রথম টেস্টে ড্র করেছিল ভারত। দ্বিতীয় টেস্টে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তারপর অবশ্য প্রত্যাবর্তন করেছিল ইংল্যান্ড। ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিয়েছিল।

আরও পড়ুন: IND vs ENG 4th Test: রোহিত ভাই ভরসা দেখিয়েছিলেন- সিরিজ জিতিয়ে ক্যাপ্টেনকে কৃতজ্ঞতা জানালেন শুভমন গিল

আর ২০২৪ সালে ভারতে এসে প্রথম টেস্টে জিতে যায় ইংল্যান্ড। সেখান থেকে প্রত্যাবর্তন করেছে রোহিতের ভারতীয় দল। বিরাট কোহলি, মহম্মদ শামি, কেএল রাহুলের মতো তারকারা না থাকলেও তরুণ খেলোয়াড়দের হাত ধরে দুরন্তভাবে প্রত্যাবর্তন করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টেস্টে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। তার ফলে ঘরের মাঠে টানা ১৭টি টেস্ট সিরিজে জয়ের নজির গড়ে ফেলেছে ভারত। শেষবার ঘরের মাঠে ভারত টেস্ট সিরিজ হেরেছিল ২০১২ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ধোনির টিম ইন্ডিয়া। যে সিরিজের বছরখানেক আগেই ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে ০-৪ ব্যবধানে হেরেছিলেন ধোনিরা।

আরও পড়ুন: IND vs ENG 4th Test: যাদের টেস্ট খেলার খিদে নেই… জুরেল সহ তরুণদের নিয়ে উচ্ছ্বসিত হলেও, ঘুরিয়ে ইশানদের ঠুকলেন রোহিত

ক্রিকেট খবর

Latest News

মানুষ ‘বন্ধু’ হাঙরের মুখে! বিপদের আঁচ পেয়েই ছুটে এল দুই তিমি, Viral Video ঢাকায় ঘুরল খেলা! সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে উলটো দাবি হাসনাতের বেস্ট ফ্রেন্ডের 'আমাদের কেউ মনে রাখবে না...', কী কারণে মন খারাপ আমিরের? এমন কী হল তাঁর? সমবায় নির্বাচনে তৃণমূলে - তৃণমূলে নারদ নারদ, শেষে জয়ী বিক্ষুব্ধরা বন্ধুর প্রাক্তনকে বিয়ে নিয়ে বিতর্ক, শুভ্রজিতের জন্মদিনে কী বার্তা প্রিয়াঙ্কার প্যান কার্ডের বয়স কত? এই আপডেটটি করা আছে তো? বাড়ি বসেই অনলাইনে করে নিতে পারেন আসছে ইদ ২০২৫! কবে পালিত হবে? আসন্ন সপ্তাহে কলকাতায় সেহরি, ইফতারের সময়সূচি রইল চৈত্র নবরাত্রি বিশেষ হয়ে উঠুক ফলাহারি মাখনা উত্থাপমে! রইল রেসিপি মাওবাদীদের পেতে রাখা IED বিস্ফোরণে প্রাণ গেল বাংলার এক জওয়ানের, জখম আরও এক আকাশ-শুভলক্ষ্মীর বিয়ের সময়ই ফের 'গৃহপ্রবেশ' ঘটবে আদৃতের! তারপর…?

IPL 2025 News in Bangla

Video-‘বিরাটের থেকে শেখার আছে’ বললেন কার্তিক! ম্যাচের টার্নিং পয়েন্ট বাছলেন সল্ট এখনই ধোনির শেষ দেখছেন না রুতুরাজ! প্রশংসা করে বলছেন, ‘সচিন পারলে, ধোনিও পারবে…’ তিন বিদেশির দখলে ছিল রেকর্ড, IPL-এ প্রথম ভারতীয় হিসেবে বিরাট নজির রাহানের MI vs CSK- ভারতীয় দলে তিলকের জন্য ব্যাটিং পজিশন ছেড়েছেন! IPLএও কি আত্মত্যাগ? ‘SAR’ লেখা গ্লাভস পরে IPL 2025-এর সব ম্যাচ খেলবেন রোহিত শর্মা, জানেন এর মানে কী? IPL-এ আজ ধোনি বনাম রোহিতের দ্বৈরথ,কোন চ্যানেলে ও মোবাইলে কীভাবে দেখবেন ২টি ম্যাচ KKR vs RCB: ইডেনের নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে কোহলিকে প্রণাম নাছোড় ভক্তের- ভিডিয়ো IPL 2025- KKR vs RCB ম্যাচ দেখতে ইডেনে হাজির মোহনবাগান ফুটবলাররা! সঙ্গী কর্ণধার KKR বধ করে নিজের স্ট্র্যাটেজি ফাঁস ক্রুণালের! বললেন, ‘সব অস্ত্র সময় মতো বের…’ প্রতিটি দলের জন্য আলাদা আলাদা গান! আইপিএলের উদ্বোধনে ছুটল শ্রেয়া ম্যাজিকের ছররা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.