বাংলা নিউজ > ক্রিকেট > KKR vs LSG Live Score Updates, IPL 2024: সল্টের ব্যাটে নববর্ষে সমর্থকদের দাপুটে জয় উপহার কলকাতার
জয়ের পরে সল্টকে অভিননন্দন শ্রেয়সের। ছবি- এপি।

KKR vs LSG Live Score Updates, IPL 2024: সল্টের ব্যাটে নববর্ষে সমর্থকদের দাপুটে জয় উপহার কলকাতার

KKR vs LSG Live Score Updates, IPL 2024, Kolkata Knight Riders vs Lucknow Super Giants: ইডেনে আইপিএল ২০২৪-এর ২৮তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে কেকেআর ও লখনউ। টস জিতে লখনউকে শুরুতে ব্যাট করতে পাঠায় কেকেআর। ঘরের মাঠে সুপার জায়ান্টসকে নাগালে বাঁধে কলকাতা। পালটা ব্যাট করতে নেমে দাপুটে জয় তুলে নেন কেকেআর।

আইপিএল ২০২৪-এর প্রথম চার ম্যাচে ৩টি জয় তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স লিগ টেবিলের দুই নম্বরে ছিল। ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে হারালে নিজেদের দ্বিতীয় স্থান ধরে রাখার সুযোগ ছিল কেকেআরের সামনে। তবে হেরে বসলে লিগ টেবিলে পিছিয়ে যেতে হতো শ্রেয়স আইয়ারদের। কেননা প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস ইডেনের লড়াইয়ের আগে লিগ টেবিলের চার নম্বরে ছিল বটে, তবে কেকেআরের সঙ্গে তাদের পয়েন্ট সংখ্যা ছিল সমান। কেবল নেট রান-রেটের নিরিখে কলকাতার থেকে পিছিয়ে ছিল লখনউ। ইডেনে এলএসজি জয় তুলে নিলে তারা পয়েন্টের নিরিখে পিছনে ফেলে দিত কেকেআরকে। সেক্ষেত্রে শ্রেয়সদের পিছনে ফেলে পয়েন্ট তালিকায় লাফ দিতেন লোকেশ রাহুলরা। যদিও ইডেনের মহারণে শেষ হাসি হাসে কেকেআর। তারা লখনউয়ের থেকে পয়েন্টের ব্যবধান তৈরি করে নেয়।

14 Apr 2024, 07:39:29 PM IST

KKR vs LSG Live Score: শেষ হল কেকেআর বনাম লখনউ ম্যাচের লাইভ ব্লগ

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস আইপিএল ২০২৪-এর ২৮তম লিগ ম্যাচের লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে। এছাড়া আইপিএল সংক্রান্ত যাবতীয় খবর, স্কোর আপডেট, তথ্য-পরিসংখ্যানের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

14 Apr 2024, 07:37:29 PM IST

KKR vs LSG Live Score: ম্যাচের সেরা সল্ট

১৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৮৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কেকেআরের উইকেটকিপার-ব্যাটার ফিল সল্ট।

14 Apr 2024, 07:02:38 PM IST

KKR vs LSG Live Score: ৮ উইকেটে জয় কলকাতার

লখনউ সুপার জায়ান্টসের ৭ উইকেটে ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে একতরফা জয় তুলে নেয় কেকেআর। তারা ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬২ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে কেকেআর। ফিল সস্ট ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ১৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ৩৮ বলে ৩৮ রান করে নট-আউট থাকেন শ্রেয়স আইয়ার। তিনি ৬টি চার মারেন। বিষ্ণোই ২.৪ ওভারে ১৭ রান খরচ করেন।

14 Apr 2024, 06:57:41 PM IST

KKR vs LSG Live Score: জিততে ৫ ওভারে ৬ রান দরকার কলকাতার

১৫তম ওভারে বল করতে আসেন মহসিন খান। তাঁর ওভারের প্রথম বলে চার মারেন ফিল সল্ট। দ্বিতীয় বলে ছক্কা মারেন তিনি। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১৫৬ রান। সুতরাং, জিততে শেষ ৫ ওভারে মাত্র ৬ রান দরকার কেকেআরের। ফিল সল্ট ৪৪ বলে ৮৪ রান করেছেন। মেরেছেন ১৩টি চার ও ৩টি ছক্কা। ৩৭ বলে ৩৮ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ৬টি চার মেরেছেন। মহসিন ৪ ওভারে ২৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

14 Apr 2024, 06:53:21 PM IST

KKR vs LSG Live Score: যশ ঠাকুরের ওভারে ৩টি বাউন্ডারি

১৪তম ওভারে লখনউ বল করতে পাঠায় যশ ঠাকুরকে। তাঁর ওভারের প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন ফিল সল্ট। ওভারের পঞ্চম বলে আরও একটি বাউন্ডারি মারেন তিনি। ওভারে ১৬ রান ওঠে। ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১৪৩ রান। জিততে ৬ ওভারে ১৯ রান দরকার কলকাতার। সল্ট ৪০ বলে ৭২ রান করেছেন। মেরেছেন ১২টি চার ও ২টি ছক্কা। ৩৫ বলে ৩৭ রান করেছেন শ্রেয়স আইয়ার। যশ ঠাকুর ২ ওভারে ২৫ রান খরচ করেছেন।

14 Apr 2024, 06:48:23 PM IST

KKR vs LSG Live Score: জোসেফের বোলিং কোটা শেষ

১৩তম ওভারে বল করতে আসেন শামার জোসেফ। ওভারের দ্বিতীয় বলে চার মারেন শ্রেয়স আইয়ার। শেষ বলে আরও একটি চার মারেন নাইট দলনায়ক। ওভারে ১৪ রান ওঠে। ১৩ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ১২৭ রান। জিততে ৭ ওভারে ৩৫ রান দরকার তাদের। ফিল সল্ট ৫৮ রানে ব্যাট করছেন। ৩৬ রান করেছেন শ্রেয়স আইয়ার। জোসেফ ৪ ওভারে ৪৭ রান খরচ করেও কোনও উইকেট নিতে পারেননি।

14 Apr 2024, 06:40:42 PM IST

KKR vs LSG Live Score: ৮ ওভারে ৪৯ রান দরকার কলকাতার

১১তম ওভারে মোটে ৪ রান খরচ করেন রবি বিষ্ণোই। তিনি ২ ওভার বল করে সাকুল্যে ১২ রান খরচ করেছেন। ১২তম ওভারে বল করতে আসেন মহসিন খান। ওভারের শেষ বলে চার মারেন সল্ট। মহসিনের ওভারে ৮ রান ওঠে। তিনি ৩ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। ১২ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ১১৩ রান। জিততে শেষ ৮ ওভারে ৪৯ রান দরকার কেকেআরের। ৩৪ বলে ৫৭ রান করেছেন ফিল সল্ট। ২৮ বলে ২৫ রান করেছেন শ্রেয়স আইয়ার

14 Apr 2024, 06:30:44 PM IST

KKR vs LSG Live Score: হাফ-সেঞ্চুরি সল্টের, ১০০ টপকাল কলকাতা

নবম ওভারে বল করতে আসেন রবি বিষ্ণোই। তাঁর প্রথম বলেই চার মারেন শ্রেয়স আইয়ার। বিষ্ণোইয়ের প্রথম ওভারে ৮ রান ওঠে। দশম ওভারে বল করতে আসেন আর্শাদ খান। তাঁর ওভারে ১টি চার মারেন শ্রেয়স আইয়ার এবং ২টি বাউন্ডারি মারেন ফিল সল্ট। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সল্ট। ১০ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১০১ রান। ২৮ বলে ৫১ রান করেছেন ফিল সল্ট। ২২ বলে ২১ রান করেছেন শ্রেয়স আইয়ার। আর্শাদ ২ ওভারে ২৪ রান করেছেন।

14 Apr 2024, 06:23:55 PM IST

KKR vs LSG Live Score: আর্শাদের ওভারে জোড়া বাউন্ডারি

অষ্টম ওভারে বল করতে আসেন আর্শাদ খান। তাঁর ওভারে ১টি চার মারেন ফিল সল্ট এবং ১টি বাউন্ডারি মারেন শ্রেয়স আইয়ার। ওভারে মোট ১২ রান ওঠে। ৮ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ৮০ রান। ২২ বলে ৪৪ রান করেছেন ফিল সল্ট। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ১৬ বলে ১১ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ২টি চার মেরেছেন

14 Apr 2024, 06:14:37 PM IST

KKR vs LSG Live Score: রিভিউ নিয়ে বাঁচলেন শ্রেয়স, জীবনদান পেলেন সল্ট

৬.৩ ওভারে শামার জোসেফের বলে শ্রেয়স আইয়ারকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান শ্রেয়স। আল্ট্রা-এজে দেখা যায় যে বল শ্রেয়সের থাই প্যাডে লেগেছিল। ৬.৫ ওভারে জোসেফের বলে সল্টের ক্যাচ ছাড়েন আর্শাদ। বল তাঁর হাতে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। আউট হওয়ার বদলে ছয় রান উপহার পান সল্ট। ৭ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৬৮ রান। সল্ট ৩৯ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন শ্রেয়স। জোসেফ ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন।

14 Apr 2024, 06:04:55 PM IST

KKR vs LSG Live Score: ৫০টপকাল কেকেআর

পঞ্চম ওভারে শামার জোসেফের বলে একটি চার মারেন শ্রেয়স আইয়ার। ওভারে ৫ রান ওঠে। ৫ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৪৯ রান। জোসেফ ২ ওভারে ২৫ রান খরচ করেছেন। ষষ্ঠ ওভারে বল করতে আসেন যশ ঠাকুর। তাঁর প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন ফিল সল্ট। ওভারে ৯ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৫৮ রান। সল্ট ১৬ বলে ৩০ রান করেছেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১০ বলে ৫ রান করেছেন শ্রেয়স আইয়ার।

14 Apr 2024, 05:54:32 PM IST

KKR vs LSG Live Score: মহসিনের দ্বিতীয় শিকার রঘুবংশী

চতুর্থ ওভারে বল করতে এসে ফের লখনউকে সাফল্য এনে দেন মহসিন খান। ৩.১ ওভারে মহসিনের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন অংকৃষ রঘুবংশী। ৮ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। কেকেআর দলগত ৪২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। ওভারে মোটে ২ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৪৪ রান। ১০ বলে ২০ রান করেছেন ফিল সল্ট। ২ ওভারে ৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন মহসিন খান।

14 Apr 2024, 05:52:07 PM IST

KKR vs LSG Live Score: ক্রুণালের ওভারে ৩টি বাউন্ডারি

তৃতীয় ওভারে লখনউ বল করতে পাঠায় ক্রুণাল পান্ডিয়াকে। তাঁর ওভারের প্রথম ৩ বলে ৩টি চার মারেন ফিল সল্ট। ওভারে মোট ১৪ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১ উইকেটে ৪২ রান। ৯ বলে ১৯ রান করেছেন ফিল সল্ট। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। ৫ বলে ৭ রান করেছেন অংকৃষ রঘুবংশী। তিনি ১টি ছক্কা মেরেছেন।

14 Apr 2024, 05:45:52 PM IST

KKR vs LSG Live Score: নারিনকে ফেরালেন মহসিন

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহসিন খান। বল হাতে নিয়েই তিনি ধাক্কা দেন কেকেআর শিবিরে। ১.৩ ওভারে মহসিনের বলে মার্কাস স্টইনিসের হাতে ধরা পড়েন সুনীল নারিন। ৬ বলে ৬ রান করে মাঠ ছাড়েন তিনি। কেকেআর দলগত ২২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অংকৃষ রঘুবংশী। ওভারের শেষ বলে ছক্কা মারেন রঘুবংশী। দ্বিতীয় ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ২৮ রান

14 Apr 2024, 05:42:25 PM IST

KKR vs LSG Live Score: প্রথম ওভারেই ২২ রান

ফিল সল্টকে নিয়ে ওপেন করতে নামেন সুনীল নারিন। লখনউয়ের হয়ে বোলিং শুরু করেন শামার জোসেফ। ওভারের তৃতীয় বলে চার মারেন নারিন। ১০ বলের ওভারে জোসেফ ২টি নো ও ২টি ওয়াইড করেন। ওভারের শেষ বলে ছক্কা মারেন ফিল সল্ট। প্রথম ওভারে ২২ রান সংগ্রহ করে কেকেআর। যার মধ্যে ১০ রান আসে অতিরিক্ত হিসেবে। নারিন ও সল্ট উভয়েই ব্যক্তিগত ৬ রানে ব্যাট করছেন। ২টি লেগ-বাই বাদ দিলে আইপিএলে নিজের প্রথম ওভারে সল্ট ২০ রান খরচ করেন

14 Apr 2024, 05:18:50 PM IST

KKR vs LSG Live Score: লখনউকে নাগালে বাঁধল কেকেআর

শেষ ওভারে মিচেল স্টার্কের শেষ বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আর্শাদ খান। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৫ রান করেন তিনি। ওভারে ৬ রান ওঠে। ২০ ওভার শেষে লখনউয়ের স্কোর ৭ উইকেটে ১৬১ রান। ৮ বলে ৭ রান করে অপরাজিত থাকেন ক্রুণাল পান্ডিয়া। স্টার্ক ৪ ওভারে ২৮ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। সুতরাং, জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের দরকার ১৬২ রান। আরও পড়ুন:- ২০০ উইকেটের আরও কাছে চাহাল, প্রথম বোলার হিসেবে IPL-এ ইতিহাস গড়ার অপেক্ষায় যুজি

14 Apr 2024, 05:14:23 PM IST

KKR vs LSG Live Score: পুরানকে ফেরালেন স্টার্ক

শেষ ওভারে বল করতে এসে নিকোলাস পুরানের উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। ১৯.১ ওভারে স্টার্কের বলে উইকেটকিপার ফিল সল্টের হাতে ধরা পড়েন পুরান। ৩২ বলে ৪৫ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৪টি ছক্কা। ১৫৫ রানে ৬ উইকেট হারায় লখনউ। কুইন্টন ডি'ককের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন আর্শাদ খান। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন।

14 Apr 2024, 05:10:56 PM IST

KKR vs LSG Live Score: ১৫০ টপকাল লখনউ

১৯তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় লখনউ সুপার জায়ান্টস। হর্ষিত রানার বলে ২টি চার মারেন নিকোলাস পুরান। ওভারে ২টি ওয়াইড বল করেন হর্ষিত। ওভারে মোট ১১ রান ওঠে। ১৯ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১৫৫ রান। নিকোলাস পুরান ৩১ বলে ৪৫ রান করেছেন। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। ৭ বলে ৭ রান করেছেন ক্রুণাল পান্ডিয়া। হর্ষিত রানা ৪ ওভারে ৩৫ রান খরচ করেছেন।

14 Apr 2024, 05:04:22 PM IST

KKR vs LSG Live Score: বৈভবের ওভারে জোড়া ছক্কা

১৮তম ওভারে বৈভব আরোরার দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি ছক্কা মারেন নিকোলাস পুরান। ওভারে ১৮ রান ওঠে। ১৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১৪৪ রান। ২৫ বলে ৩৬ রান করেছেন নিকোলাস। তিনি ৪টি ছক্কা মেরেছেন। ৭ বলে ৭ রান করেছেন ক্রুণাল পান্ডিয়া। বৈভব আরোরা ৩ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেছেন।

14 Apr 2024, 05:02:22 PM IST

KKR vs LSG Live Score: ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে রিঙ্কু

১৭তম ওভারে হর্ষিত রানার তৃতীয় বলে ছক্কা মারেন নিকোলাস পুরান। ওভারে ৮ রান ওঠে। ১৭ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১২৬ রান। হর্ষিত ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন। ২১ বলে ২১ রান করেছেন নিকোলাস। তিনি ২টি ছক্কা মেরেছেন। ওভারের শেষে কেকেআর ডাগ-আউটে পাঠায় বরুণ চক্রবর্তীকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে আসেন রিঙ্কু সিং।

14 Apr 2024, 04:56:53 PM IST

KKR vs LSG Live Score: বরুণের বোলিং কোটা শেষ

১৬তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন বরুণ চক্রবর্তী। ১৬ ওভার শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ৫ উইকেটে ১১৮ রান। নিকোলাস পুরান ১৪ রানে ব্যাট করছেন। ১৬ বলের ইনিংসে তিনি ১টি ছক্কা মেরেছেন। ৪ বলে ৩ রান করেছেন ক্রুণাল পান্ডিয়া। বরুণ চক্রবর্তী তাঁর ৪ ওভারের বোলিং কোটায় ৩০ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।

14 Apr 2024, 04:46:13 PM IST

KKR vs LSG Live Score: নারিনের শিকার বাদোনি

নিজের বোলিং কোটার শেষ ওভারে আয়ুষ বাদোনির উইকেট তুলে নিলেন সুনীল নারিন। ১৪.৪ ওভারে নারিনের বলে স্লগ সুইপ খেলার চেষ্টায় অংকৃষ রঘুবংশীর হাতে ধরা পড়েন বাদোনি। ২৭ বলে ২৯ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। লখনউ ১১১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রুণাল পান্ডিয়া। ওভারে ৪ রান ওঠে। ১৫ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫ উইকেটে ১১৩ রান। ১১ রানে ব্যাট করছেন নিকোলাস। নারিন ৪ ওভারে মোটে ১৭ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।

14 Apr 2024, 04:40:44 PM IST

KKR vs LSG Live Score: ১০০ টপকাল লখনউ

১৩তম ওভারে সুনীল নারিন মোটে ৪ রান খরচ করেন। তিনি ৩ ওভার বল করে সাকুল্যে ১৩ রান খরচ করেছেন। ১৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় লখনউ। ১৩.১ ওভারে বরুণের বলে ছক্কা হাঁকান নিকোলাস পুরান। ওভারে ১০ রান ওঠে। ১৪ ওভার শেষে সুপার জায়ান্টসের স্কোর ৪ উইকেটে ১০৯ রান। ২৪ বলে ২৮ রান করেছেন বাদোনি। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১১ বলে ৯ রান করেছেন পুরান। বরুণ ৩ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেছেন

14 Apr 2024, 04:34:11 PM IST

KKR vs LSG Live Score: বরুণের শিকার স্টইনিস

১২তম ওভারে পুনরায় বল করতে আসেন বরুণ চক্রবর্তী। তাঁর ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন আয়ুয বাদোনি। তৃতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বলে আউট হন মার্কাস স্টইনিস। ১১.৪ ওভারে বরুণের বলে উইকেটকিপার সল্টের দস্তানায় ধরা পড়েন মার্কাস। ৫ বলে ১০ রান করেন স্টইনিস। মারেন ২টি চার। লখনউ দলগত ৯৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। ২৫ রানে ব্যাট করছেন বাদোনি। বরুণ ২ ওভারে ১৫ রান খরচ করে ১টি উইকেট দল করেছেন।

14 Apr 2024, 04:26:46 PM IST

KKR vs LSG Live Score: লোকেশকে ফেরালেন রাসেল

১১তম ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। তাঁর প্রথম বলেই ছক্কা মারেন লোকেশ রাহুল। তবে দ্বিতীয় বলেই আউট হয়ে বসেন লখনউ দলনায়ক। ১০.২ ওভারে রাসেলের বলে রমনদীপ সিংয়ের হাতে ধরা পড়েন লোকেশ। ২৭ বলে ৩৯ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। লখনউ ৭৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্কাস স্টইনিস। তিনি মাঠে নেমেই চার মারেন। ওভারের পঞ্চম বলে আরও একটি বাউন্ডারি মারেন মার্কাস। ওভারে ১৬ রান ওঠে। ১১ ওভার শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ৩ উইকেটে ৮৮ রান। স্টইনিস ১০ ও বাদোনি ১৮ রানে ব্যাট করছেন।

14 Apr 2024, 04:23:44 PM IST

KKR vs LSG Live Score: অর্ধেক ইনিংস শেষ

নবম ওভারে পুনরায় বল করতে আসেন সুনীল নারিন। তাঁর ওভারে মোটে ৪ রান সংগ্রহ করে লখনউ সুপার জায়ান্টস। ৯ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৬৪ রান। নারিন ২ ওভারে মোটে ৯ রান খরচ করেছেন। দশম ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। তাঁর প্রথম বলেই চার মারেন আয়ুষ বাদোনি। ওভারে ৮ রান ওঠে। ১০ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৭২ রান। লোকেশ ২৫ বলে ৩৩ রান করেছেন। ১৮ বলে ১৮ রান করেছেন বাদোনি।

14 Apr 2024, 04:11:58 PM IST

KKR vs LSG Live Score: ৫০ টপকাল লখনউ সুপার জায়ান্টস

ইনিংসের সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় লখনউ সুপার জায়ান্টস। সুনীল নারিন নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন। ৭ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৫৪ রান। অষ্টম ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। তাঁর ওভারে ৬ রান ওঠে। ৮ ওভার শেষে লখনউয়ের স্কোর ২ উইকেটে ৬০ রান। ১৯ বলে ২৯ রান করেছেন লোকেশ রাহুল। ১২ বলে ১০ রান করেছেন আয়ুষ বাদোনি। হর্ষিত ২ ওভার বল করে ১৬ রান খরচ করেছেন।

14 Apr 2024, 04:06:51 PM IST

KKR vs LSG Live Score: পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। তিনি নিজের প্রথম ওভারে ১০ রান খরচ করেন। একটি চার মারেন আয়ুষ বাদোনি। একটি বাউন্ডারি মারেন লোকেশ রাহুল। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ২ উইকেটে ৪৯ রান। লোকেশ রাহুল ২৩ রানে ব্যাট করছেন। ১৩ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৬ বলে ৫ রান করেছেন বাদোনি। তিনি ১টি চার মেরেছেন।

14 Apr 2024, 03:59:01 PM IST

KKR vs LSG Live Score: হুডাকে ফেরালেন মিচেল স্টার্ক

পাওয়ার প্লে-তে টানা ৩ ওভার বল করতে আসেন মিচেল স্টার্ক। পঞ্চম ওভারে বল করতে এসে কেকেআরকে সাফল্য এনে দেন অজি পেসার। ওভারের দ্বিতীয় বলে চার মারেন লোকেশ রাহুল। তৃতীয় বলে ১ রান নেন তিনি। ৪.৪ ওভারে স্টার্কের বলে দীপক হুডার দুর্দান্ত ক্যাচ ধরেন রমনদীপ সিং। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৮ রান করে মাঠ ছাড়েন হুডা। লখনউ দলগত ৩৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আয়ুষ বাদোনি। স্টার্ক ৩ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ১৮ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল

14 Apr 2024, 03:54:22 PM IST

KKR vs LSG Live Score: ইতিবাচক শুরু লখনউয়ের

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মিচেল স্টার্ক। তাঁর ওভারে ৮ রান ওঠে। ওভারের শেষ বলে চার মারেন লোকেশ রাহুল। স্টার্ক ২ ওভারে ১৮ রান খরচ করেছেন। চতুর্থ ওভারে বল করতে আসেন বৈভব আরোরা। তাঁর ওভারের চতুর্থ বলে চার মারেন দীপক হুডা। সেই ওভারে ৬ রান ওঠে। বৈভব ২ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ৪ ওভার শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ১ উইকেটে ৩৪ রান। লোকেশ রাহুল ৮ বলে ১৩ রান করেছেন। ৯ বলে ৮ রান করেছেন হুডা।

14 Apr 2024, 03:43:28 PM IST

KKR vs LSG Live Score: কুইন্টনকে ফেরালেন বৈভব

শুরুতেই সাফল্য পেল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি'কককে সাজঘরে ফেরান বৈভব আরোরা। একটি ওয়াইড ও একটি নো-বল দিয়ে ওভার শুরু করেন বৈভব। দ্বিতীয় বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। তৃতীয় বলে ১ রান নেন তিনি। ১.৫ ওভারে বৈভব আরোরার বলে সুনীল নারিনের হাতে ধরা পড়েন কুইন্টন ডি'কক। ৮ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। লখনউ দলগত ১৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। বৈভবের ওভারে ১০ রান ওঠে।

14 Apr 2024, 03:35:09 PM IST

KKR vs LSG Live Score: ডি'ককের জোড়া বাউন্ডারিতে ম্যাচ শুরু

ক্যাপ্টেন লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি'কক। কেকেআরের হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন কুইন্টন। ওভারের শেষ বলে ২ রান নেন তিনি। প্রথম ওভারে ১০ রান সংগ্রহ করে লখনউ। ১০ রানই আসে প্রোটিয়া তারকার ব্যাট থেকে। লোকেশ রাহুল এখনও কোনও বল খেলার সুযোগ পাননি।

14 Apr 2024, 03:23:58 PM IST

KKR vs LSG Live Score: লখনউয়ের প্রথম একাদশ

লোকেশ রাহুল (ক্যাপ্টেন ও উইকেটকিপার), কুইন্টন ডি'কক, দীপক হুডা, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, শামার জোসেফ ও মহসিন খান। লখনউ সুপার জায়ান্টসের ইমপ্যাক্ট পরিবর্ত- আর্শাদ খান, প্রেরক মানকড়, এম সিদ্ধার্থ, অমিত মিশ্র ও কৃষ্ণাপ্পা গৌতম।

14 Apr 2024, 03:20:15 PM IST

KKR vs LSG Live Score: কলকাতার প্রথম একাদশ

ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অংকৃষ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্সের ইমপ্যাক্ট পরিবর্ত- সুয়াশ শর্মা, অনুকূল রায়, মণীশ পান্ডে, রহমানউল্লাহ গুরবাজ ও রিঙ্কু সিং।

14 Apr 2024, 03:02:44 PM IST

KKR vs LSG Live Score: টস জিতল কেকেআর

ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কেকেআর দলনায়ক শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান লখনউকে। অর্থাৎ, ইডেনে রান তাড়া করবে কেকেআর। লখনউ এই ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামে। মোহনবাগান ক্লাবের ফুটবল ঐতিহ্যকে কুর্নিশ জানাতেই এমন সিদ্ধান্ত নেয় লখনউ। কেকেআর রান তাড়া করবে বলেই রিঙ্কু সিংকে ডাগ-আউটে রাখার সিদ্ধান্ত নেয়। রিঙ্কু ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে মাঠে নামবেন। বদলে কলকাতা শুরুতে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় হর্ষিত রানাকে। লখনউয়ের হয়ে এই ম্যাচে মাঠে নামছেন না দেবদূত পাডিক্কাল ও নবীন উল হক। তারা মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় শামার জোসেফকে।

14 Apr 2024, 02:53:49 PM IST

KKR vs LSG Live Score: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত

হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এর ২৮তম লিগ ম্যাচে সম্মুখসমরে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সএখনও পর্যন্ত  আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে দু'বার। অন্যদিকে নবাগত লখনউ সুপার জায়ান্টসের হাতে এখনও ওঠেনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ট্রফি। এখন দেখার যে, রবিবার টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দলের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হাসে কারা।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

রিলায়েন্সের বড় পদক্ষেপ, ভারতের ফ্যাশনে যুক্ত করতে চলেছে জারা, এইচএন্ডএম ও Asos বোনকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা খুদের আজ জন্মদিন, চিনতে পারলেন অভিনেতাকে? RR ম্যাচে KKR-এর পরিকল্পনা থেকে নাইটদের সাজঘরের ছবি তুলে ধরলেন নাইট কোচ বাংলা-ভূটান সীমান্তের ছোট্ট গ্রাম সামসিং-এ বিশ্বনাথ, নেপালী দোকানে ঢুকে বললেন… গরমে খান এই ৪ সবজি! দূর হবে ইউরিক অ্যাসিড, জয়েন্টের ব্যথা থেকেও দেবে মুক্তি কান ফিল্ম ফেস্টিভ্যালে অন্য মেজাজে ধরা দিলেন রাজপাল! দু'দিনে কলকাতায় সোনার দাম বাড়ল ১,৪০০ টাকা! রুপো মহার্ঘ হল প্রায় ২০০০, আজ দর কত? মেট্রো রেলের বিবর্তনের ইতিহাস নিয়ে গ্যালারি এবার বিড়লা মিউজিয়ামে, কবে চালু ? ‘দেবুদা সেবার সঞ্চালক ছিল’, লেজেন্ডসের মঞ্চে অনীক-দেবজিৎ ভাসলেন নস্টালজিয়ায় Paris Olympics 2024: প্যারিসে TT-র মূল দলে নেই বাংলার ঐহিকা, নেতৃত্বে শরথ-মনিকা

Latest IPL News

RR ম্যাচে KKR-এর পরিকল্পনা থেকে নাইটদের সাজঘরের ছবি তুলে ধরলেন নাইট কোচ RCB vs CSK ম্যাচে ধোনিকে কি অন্য ভূমিকায় দেখা যাবে? কেন বোলিং অনুশীলন করলেন মাহি RCB vs CSK ম্যাচের আগে কোহলিদের সাজঘরে ধোনি! মাহিকে দেখে কী করল বেঙ্গালুরু শিবির বৃষ্টির জন্য পরপর দুই ম্যাচ বাতিল! IPL-এ এটা প্রথম নয়, এর আগেও ঘটেছে এমন ঘটনা একমাত্র বোলার যে প্রকৃত স্পিনারের মতন বল করছে: চাহালের প্রশংসায় হরভজন সিং নমস্কার,ধন্যবাদ, সুপ্রভাত- স্পষ্ট উচ্চারণে অনর্গল বাংলা বলে চলেছেন নারিন- ভিডিয়ো T20 বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দৃষ্টিহীন ও বধিররাও! ভারতে নেওয়া হল বিশেষ উদ্যোগ IPL-মুম্বই অনুশীলনে হঠাৎই কুস্তি, মাটিতে গড়াগড়ি টিম ডেভিড-ইশান কিষানের, ভিডিয়ো IPL 2024-এর পরেই কি অবসর নেবেন ধোনি? চমকপ্রদ দাবি করলেন CSK ব্যাটিং কোচ হাসি Match Fixing-র অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে বলল শ্রীলঙ্কার আদালত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.