আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আইপিএলের আসন্ন মরশুমের নিলাম পর্ব। ইতিমধ্যেই, সমস্ত ফ্র্যাঞ্চাইজি জমা করে দিয়েছে নিজেদের দলের ক্রিকেটারদের রিটেনশন ও রিলিজ তালিকা। একই সাথে সকল ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে ব্যস্ত দল গঠন ও ক্রিকেটার বাছাই নিয়ে। সবাই নিজেদের দলে প্রভাবশালী তারকাদের নেওয়ার জন্য আজ ঝাপিয়ে পড়বে। তবে তারই মাঝে কলকাতা নাইট রাইডার্সের এক্স হ্যান্ডেল থেকেএকটি ভিডিয়ো ছাড়া হয়েছে, যাতে দেখা গিয়েছে দলের নতুন মেন্টর গৌতম গম্ভীর ও বাকি কর্তারা দুবাই পৌঁছে গিয়েছেন নিলামে যোগদান দিতে এবং দল নিয়ে আলোচনার পাশাপাশি নিজেদের মধ্যে হাসি-মজাতেও ব্যস্ত তারা।
আজ, অর্থাৎ ১৯ ডিসেম্বর, দুবাইতে নিলামের আসর বসছে। সমস্ত ফ্র্যাঞ্চাইজি দুবাইতে পৌঁছে গিয়েছে নিলাম অনুষ্ঠানে যোগদান করতে। ঠিক একইভাবে কলকাতা নাইট রাইডার্সও পৌঁছে গিয়েছে এই নিলামে অংশগ্রহণ করতে। বাকি ফ্র্যাঞ্চাইজির মতো তারাও এখন ব্যস্ত দলে নতুন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা নিয়ে। ইতিমধ্যেই, এই ব্যস্ততাকে ঘিরে নিজেদের এক্স হ্যান্ডেল থেকে কয়েকটি ছবি ও একটি ভিডিয়ো শেয়ার করেছে তারা। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে দলের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কথাবার্তায় বসেছেন দলের বাকি মালিকরা। তবে এত ব্যস্ততার মাঝেও তারা নিজেদের মধ্যে মেতেছে হাসি-মজাতেও। এই ছবিগুলি ভাইরাল হওয়াতে ইতিমধ্যেই নাইট সমর্থকদের থেকে পড়েছে প্রশংসার কমেন্ট। এছাড়াও পড়েছে কিছু মজাদার কমেন্টও। সকল সমর্থক মনে করছে এবারে বড় দান মারবে নাইট।
প্রসঙ্গত, এই বছরই ফের কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে দেখা যাবে গৌতম গম্ভীরকে। তবে এবার ক্রিকেটার হিসাবে নয়। মেন্টরের ভূমিকা পালন করলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। গৌতি অধিনায়ক থাকাকালীন কেকেআর দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়। ফলে তাঁকে নাইটদের লাকি অধিনায়কও বলা হয়। এবার সেই প্রাক্তন ক্রিকেটারকেই মেন্টর করেছেন শাহরুখ খানরা। ফলে নাইট সমর্থকরা আশাবাদী এবারে তাদের ভালো পারফরম্যান্সকে ঘিরে।
গত বছর একেবারেই ভালো ফল করেনি কেকেআর। এবার যাতে এমনটা না হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে নাইট শিবির। সেই কারণে বেশ কিছু ক্রিকেটারকে তারা ছেড়েও দিয়েছে। রিটেনশন তালিকায় রয়েছেন ১৩ জন খেলোয়াড় এবং রিলিজ তালিকায় নাম রয়েছে ১২ জনের। গত মরসুমের সপ্তম স্থানাধিকারী দল, নিজেদের শিবিরে রেখেছে শ্রেয়স আইয়ার থেকে শুরু করে আন্দ্রে রাসেলের মতো একাধিক বড় মাপের খেলোয়াড়দের। যদিও, বাদ পড়েছেন জনসন চার্লস ও লকি ফার্গুসনের মতো ক্রিকেটারদের। এবার দেখার বিষয় দুই মরশুমের বিজয়ী দল ফের ট্রফি নিজেদের নামে করতে পারে কিনা।