প্রথম সন্তানের জন্মের সময় বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরের মাঝেই পিতৃত্বকালীন ছুটি নেন। সেই সময় কোহলির সিদ্ধান্তের সমালোচনা না করলেও সুনীল গাভাসকর খুব একটা খুশি হননি। নিজের খেলোয়াড় জীবনে দেশের হয়ে মাঠে নামার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকায় পিতৃত্বকালীন ছুটি নেননি বলে জানিয়েছিলেন সানি।
তাছাড়া গাভাসকর প্রশ্ন তুলেছিলেন টিম ম্যানেজমেন্ট কোহলিকে ২০২০-র অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি দিলেও টি নটরাজনকে কেন দেশে ফেরার অনুমতি দেয়নি সেই বিষয়েও। কেননা সেই সময় নটরাজনও সদ্য পিতা হয়েছিলেন। দলের মধ্যে আলাদা আলাদা ক্রিকেটারের জন্য আলাদা আলাদা নিয়ম নিয়ে সরব হয়েছিল সানি।
এবার কোহলি ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন। প্রাথমিকভাবে টেস্ট স্কোয়াডে নির্বাচিত হয়েও পরে দেশের হয়ে এই সিরিজে মাঠে নামতে পারবেন না বলে জানিয়ে দেন বিরাট। কোহলি যে দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী-র পাশে থাকতে এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটা জানা যায় পরে।
আপাতত বেশ কিছুদিন স্বেচ্ছ্বায় জাতীয় দলের বাইরে রয়েছেন কোহলি। শুধু জাতীয় দলের বাইরেই নয়, বরং ক্রিকেট থেকে বেশ কিছুদিন দূরে রয়েছেন বিরাট। এমন অবস্থায় স্টার স্পোর্টসের ইভেন্টে গাভাসকরের মতামত জানতে চাওয়া হয়েছিল এই বিষয়ে যে, আসন্ন আইপিএলে কোহলির মধ্যে নিশ্চই রানের বাড়তি ক্ষিদে দেখা যাবে। কেননা অনেকগুলো দিন হয়ে গেল তিনি মাঠে নামেননি।
গাভাসকর এমন প্রসঙ্গে আলোচনার সময় কিছুটা তীর্যক সুরেই দুশ্চিন্তা ব্যক্ত করেন আরসিবির জন্য। তিনি বলেন, ও কি আইপিএল খেলবে? কিছু কারণের জন্য এখন তো খেলছে না। দেখা গেল হয়তো আইপিএলেও মাঠে নামল না।'
রাঁচি টেস্টে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতার পরে আইপিএলে বাড়তি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারবেন ধ্রুব জুরেল, এমনটাই মত গাভাসকরের। তাঁর মতে রাজস্থান রয়্যালসের উচিত আইপিএলে জুরেলকে উপরের দিকে ব্যাট করতে পাঠানো। এমনকি রাঁচি টেস্টে দুরন্ত অভিষেকের পরে আকাশ দীপও আরসিবিতে বাড়তি গুরুত্ব পাবেন বলে দাবি সানির।
গাভাসকর বলেন, ‘জুরেলকে হয়তো উপরের দিতে ব্যাট করতে পাঠানো হতে পারে। টেস্ট ম্য়াচগুলির এমন পারফর্ম্যান্সের পরে জুরেল সুপারস্টার হয়ে দেখা দিতে পারে। এমনকি আকাশ দীপও আরসিবিতে বাড়তি গুরুত্ব পাবে। ওকে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে ব্যবহার করতে পারে ব্যাঙ্গালোর। গত মরশুমে ডেথ ওভার স্পেশালিস্টের অভাব টের পেয়েছে ওরা।’