আইপিএলের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে দুরন্ত ইনিংস খেলেছেন ঋষভ পন্ত। এবারের আইপিএলে অন্য মেজাজে দেখা যাচ্ছে ক্যাপিটালসের অধিনায়ককে। দল জিততে পারুক বা না পারুক, ব্যাট হাতে নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন পন্ত। একানা স্টেডিয়ামে স্টইনিস-যশ ঠাকুরদের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৪১ রানের ইনিংস। ম্যাচ দুরন্ত অর্ধশতরান করে দিল্লির জ্যাক ক্রেজার সব লাইমলাইট কেড়ে নিলেও চর্চায় এসেছে পন্তের রিভার্স স্কুপ শট, যা অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্কাস স্টইনিসের বলে মারেন তিনি। ৪১ রানের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি এবং দুটি ওভারবাউন্ডারি। এরই মধ্যে দ্বাদশ ওভারে স্টইনিশের বলে পন্তের মারা বাউন্ডারি ডাগআউট থেকে বেশ ভালোই উপভোগ করলেন দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-IPL 2024- ভারতীয় দল থেকে বিরতিটা দরকার ছিল, বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন ইশান
নিজের কেরিয়ারে মহারাজ কখনও এরকম শট মেরেছেন কিনা তা অনেকেই জানেন না। তবে মহারাজের যে পন্তের রিভার্স স্কুপ বেশ মনে ধরেছে তা বোঝা গেল হাবেভাবেই। দ্বাদশ ওভারের চতুর্থ বলে রিভার্স স্কুপ শট মারেন পন্থ। একজন পেসারকে রিভার্স শট মারা কঠিন সেটা মহারাজ ভালোই বোঝেন। তার মধ্যে যদি আবার সেটা রিভার্স স্কুপ হয়, তাহলে তো কথাই নেই।
আরও পড়ুন-IPL 2024-শূন্যের লজ্জার রেকর্ড ম্যাক্সওয়েলের, ধরে ফেললেন রোহিত-কার্তিককে
আইপিএলের তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৩০০০ রানের ক্লাবে ঢুকে পড়েছেন পন্ত। গুজরাট টাইটানসের অধিনায়ক শুভমন গিল কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই তালিকায় রয়েছে। আইপিএলে ৩০০০ রানের গণ্ডি টপকালেন পন্ত মাত্র ২৬ বছর ১৯১ দিনে। ৩০০০ রানের আইপিএল ক্লাবে থাকা ২৫জন ব্যাটারের মধ্যে স্ট্রাইক রেটের নিরিখে এবি ডিভিলিয়ার্স এবং ক্রিশ গেইলের পরেই রয়েছেন পন্ত। তার স্ট্রাইক রেট ১৪৮.৪।
আরও পড়ুন-IPL 2024-দর্শকরা যত বিদ্রুপ করবে ভালো খেললে ততই…হার্দিকের জন্য যুক্তি সাজালেন ইশান
এবারের আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছে উত্তরাখণ্ডের ছেলে। গতবছর আইপিএলে খেলতে পারেননি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার জন্য। এবারে আইপিএল শুরুর আগে তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল। অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন আদৌ আগের মতো স্বমহিমায় ফিরে পাওয়া যাবে কিনা পন্তকে। উইকেটের পিছনেও পুরোনো পন্তের ফিটনেস দেখা যাবে কিনা। কঠোর পরিশ্রম দিয়েই এবারের আইপিএলে সবার মুখে কুলুপ এটে দিয়েছেন তিনি। এবারের আইপিএলে ৬ ম্যাচে ১৯৪ রান করা হয়েছে গেছে দিল্লির অধিনায়কের। স্ট্রাইক রেট ১৫৭। তিনি ভালো খেললেও দলের পারফরমেন্স খুব ভালো নয়। ৬টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে ক্যাপিটালস।