যে দলের ক্যাপ্টেন হিসেবে একজোড়া আইপিএল ট্রফি জিতেছেন, সঙ্গত কারণেই সেই দলকে মন থেকে মুছে ফেলা সম্ভব নয় কারও পক্ষেই। গৌতম গম্ভীরও ব্যতিক্রমী নন। আইপিএল ২০২৪-এর আগে কেকেআর শিবিরে ফিরে এসে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা জানালেন, যা পেয়েছেন, এবার কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।
যদিও শুধু নাইট ফ্র্যাঞ্চাইজির প্রতি কৃতজ্ঞতার জন্যই যে লখনউ ছেড়ে কেকেআরে ফেরেননি, সেটাও ইঙ্গিতে বুঝিয়ে দেন গম্ভীর। বরং তাঁর কৃজ্ঞতা প্রকাশ পায় কেকেআরের সমর্থকদের প্রতি। ক্যাপ্টেন হিসেবে কেকেআরে থাকার সময় বাংলার মানুষ যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন গম্ভীরকে, সেই ঋণ শোধ করতে বদ্ধপরিকর গৌতম।
মেন্টর হিসেবে কেকেআরে ফেরা প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে গম্ভীর বলেন, ‘এত আবেগ, ঘাম, পরিশ্রম, যেখানে থেকে শুরু হয়েছিল সবকিছু, সেখানে ফিরে আসতে পারা দারুণ অনুভূতি। স্মৃতিগুলো ভিড় করে আসছে। নতুন পথচলা শুরু। আশা করি আমরা লক্ষ্যে পৌঁছতে পারব। কেকেআরের জায়গা আমার মনের মণিকোঠায়। কারণ বাংলার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এবার কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।’
২০২২ সালে আইপিএলে আত্মপ্রকাশ করার পরে লখনউ সুপার জায়ান্টস মেন্টর নিযুক্ত করে গৌতম গম্ভীরকে। লখনউ ফ্র্যাঞ্চাইজির শিকড় গাঁথা বাংলাতেই। দু'বছর লখনউয়ের ডাগ-আউটে কাটিয়ে গম্ভীর এবার ফিরে এলেন কলকাতায়।
গম্ভীর ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন। আইপিএলে কেকেআরের সেরা সময় কেটেছে এর মধ্যেই। ২০১২ সালের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। ক্যাপ্টেন গম্ভীরের হাত ধরে প্রথমবার ভারতসেরার মুকুট মাথায় পরে কলকাতা।
পরে ২০১৪ সালের ফাইনালে জর্জ বেইলির নেতৃত্বাধীন কিংস ইলেভেন পঞ্জাবকে পরাজিত করে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। উল্লেখযোগ্য বিষয় হল, গম্ভীরের হাত ধরে সেই দু'বারই যা আইপিএলের সাফল্যের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স। পরের ৯টি মরশুমে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এবার গম্ভীর ফেরায় নাইট রাইডার্সের ভাগ্য ফেরে কিনা, সেটাই হবে দেখার।
নিজেদের প্রাক্তন তারকাকে কোচিং স্টাফ হিসেবে দলে ফেরানো অবশ্য কেকেআরের প্রথম নয়। বরং জ্যাক কালিস, ব্রেন্ডন ম্যাকালাম, ডেভিড হাসিরাও কলকাতা নাইট রাইডার্সে ক্রিকেটার এবং কোচিং স্টাফ, উভয় ভূমিকায় ধরা দিয়েছেন। যদিও প্রাক্তন অধিনায়ক গম্ভীরের নাইট শিবিরে ফেরাটা বাড়তি আশাবাদী করছে ফ্র্যাঞ্চাইজিকে।