বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS T20: ব্যাটিংয়ের সময় ক্যাপ্টেন ছিলাম না! 'বোঝাটা' ড্রেসিংরুমেই ছিল, বললেন SKY

IND vs AUS T20: ব্যাটিংয়ের সময় ক্যাপ্টেন ছিলাম না! 'বোঝাটা' ড্রেসিংরুমেই ছিল, বললেন SKY

সূর্যকুমার যাদব। ছবি-বিসিসিআই এক্স (BCCI-X)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ম্যাচ শেষে স্কাই জানালেন, অধিনায়কত্বটা সেই মুহূর্তে তিনি ড্রেসিংরুমে ফেলে এসেছিলেন।

বিশ্বকাপ শেষ হতে না হতেই ফের খেলতে নেমেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। তবে এই সিরিজে নেই একাধিক সিনিয়র ক্রিকেটার। নেই হার্দিকও। কারণ বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে মাঝপথে টুর্নামেন্ট ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে এই সিরিজের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল টিম ইন্ডিয়ার 'মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী' সূর্যকুমার যাদবের কাঁধে। কাপ যুদ্ধের পর প্রথম সিরিজ দুর্দান্তভাবে শুরু করলো ভারত।

এক হাড্ডাহাড্ডি 'হাই স্কোরিং' ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। সৌজন্যে সূর্যকুমার যাদবের মারকুটে ইনিংস। ইশান কিষানও উপহার দেন একটি দাপুটে ইনিংস। দুর্দান্ত ইনিংস খেলা সূর্যকুমার যাদবকে ম্যাচের সেরা ক্রিকেটার করা হয়। তখন তিনি জানান, রান তাড়া করতে নেমে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্বটা ড্রেসিংরুমেই ছেড়ে এসেছিলেন এবং ক্রিজে থাকাকালীন নিজের ব্যাটিং উপভোগ করছিলেন।

বৃহস্পতিবার বিশাখাপত্তনামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া সূর্যকুমার যাদবের নেতৃত্বে। জোশ ইংলিস ও স্টিভ স্মিথের দাপুটে ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে শেষ করে ২০৮ রানে। এরপর রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সৌজন্যে সূর্যকুমার যাদব ও ইশান কিষানের দ্রুত গতির অর্ধশতরানের ইনিংস। ৪২ বল খেলে ৮০ রান করেন সূর্যকুমার যাদব এবং তিনিই হন ম্যাচের সেরা। অন্যদিকে, ৩৯ বল খেলে ৫৮ রান করেন ইশান কিষান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার এই সিরিজের অধিনায়ক দাবি করেন, তিনি নিজের অধিনায়কত্বের দায়িত্বটা ড্রেসিংরুমেই ছেড়ে এসেছিলেন এবং নিজের খেলা নিজেই উপভোগ করছিলেন। তিনি বলেন, 'এর আগে বহুবার আমরা এমন পরিস্থিতিতে পড়েছি। এটা নতুন কিছু নয়। আমি ইশানকে বোঝাচ্ছিলাম চাপ না নিয়ে খেলতে। আমি নিজের অধিনায়কত্বের দায়িত্ব ড্রেসিংরুমেই ফেলে এসেছিলাম। ক্রিজে নেমে নিজের মতো করে খেলছিলাম। সত্যি বলতে নিজের ব্যাটিংয়ের আনন্দ নিজেই নিচ্ছিলাম।'

পাশাপাশি, এদিন দলের বাকি ক্রিকেটারদেরও প্রশংসা করেন সূর্য। তিনি বলেন, 'আমি সত্যি খুশি আজকের ম্যাচের ফল নিয়ে। চাপের মুখে ও আমাদের দলের ক্রিকেটাররা সবাই ভালো পারফর্ম করেছে। যেভাবে ওরা খেলছিল আমি ভেবেছিলাম ২৩০ থেকে ২৩৫ রান ওরা করবে। কিন্তু আমাদের বোলাররা তার নিচে অস্ট্রেলিয়াকে আটকে রাখতে সফল হয়েছে। এছাড়া ইশান খুব ভালো ব্যাটিং করেছে, রিঙ্কুও সেই কাজটা করে দেখিয়েছে যেটা আমরা ওর থেকে চেয়েছিলাম। এছাড়াও জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়াটা সত্যিই একটা গর্বের ব্যাপার এবং এটি আমার কাছে একটি বড় মুহূর্তও। এখানে উপস্থিত সমস্ত দর্শক আমাদের প্রথম থেকে শেষ অবধি সমর্থন করেছে এবং এরম আবহাওয়ায় খেলা সত্যিই একটা দুর্দান্ত অভিজ্ঞতা দিয়েছে।'

উল্লেখ্য, এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে হিরুবানান্থপুরোমে। ইতিমধ্যে ১-০তে এগিয়ে যাওয়া একটা আলাদা শক্তি জোগাবে টিম ইন্ডিয়াকে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার দেখার বিষয় এই দাপুটে ক্রিকেট আগামী ম্যাচ গুলিতে অব্যাহত রাখতে পারে কিনা সূর্যকুমার যাদব বাহিনী।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

শুকনো লঙ্কা দিয়ে মাছভাজা মাখছিলেন, মীর ‘গুডনাইট’ বলায় তাঁকে একী বলে বসলেন গীতদি? পিসি-ভাইপোকে ছাড়ব না…হারিয়ে দেখাব, জেল থেকে বেরিয়েই বিস্ফোরক সন্দেশখালির মাম্পি ‘ভালোবাসার ক্ষমতা কমে যাচ্ছে…’, ডিভোর্স চর্চার মাঝেই কেন এ কথা বললেন অনির্বাণ? বালতি না শাওয়ার? কোন জলে স্নান করা ভালো ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল নাম, এবার বাড়ি বসে ভোট দিলেন অশীতিপর বৃদ্ধা আরতি কি পাবে আলোর দিশা? উত্তর দেবে 'সাহিত্যের...'-এর নতুন গল্প 'যার যেথা ঘর' শীঘ্রই চালু হচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু, আগরতলা-আখুরা রেল যোগ- মানিক সাহা T20 বিশ্বকাপের ইতিহাসে সেরা উইকেটকিপার কারা, দেখুন সেরা ৫-এর তালিকা সন্দেশখালির পরে নয়া প্ল্যান করছে BJP, দাবি মমতা, হিংসা জড়াবেন না, বললেন সবাইকে স্বাতী মালিওয়ালের কোন কোন জায়গায় ব্যাথা? কোথায় চোট? সামনে এল মেডিক্যাল রিপোর্ট

Latest IPL News

সংখ্যাতত্ত্বে বিরাটদের এগিয়ে রাখছেন প্রাক্তন ক্রিকেটার, বলছেন ১৮ মে খুব পয়া ওদের ৫ বছর পরে IPL-এ পেরোলেন ৪০০ রানের গণ্ডি! তাও নিজের খেলায় বিরক্ত রোহিত CSK-র রায়নার বড় ভূমিকা ছিল তাঁর কেরিয়ার গড়ার ক্ষেত্রে, ফাঁস করলেন RCB-র বিরাট কোহলির বিরাট হয়ে ওঠার পিছনে বড় অবদান রয়েছে ধোনির, দাবি সুনীল গাভাসকরের শেষ ম্যাচে নেতা বদলাচ্ছে পঞ্জাব কিংস, নতুন ক্যাপ্টেন বেছে নিল প্রীতি জিন্টার দল মুম্বই পর্ব অতীত,এখন T20 বিশ্বকাপ নিয়ে ভাবছেন,বাউচারকে তুড়ি মেরে ওড়ালেন রোহিত মাঠের বাইরে ওকে নিয়ে ভক্তদের ক্ষোভ হার্দিকের খেলার প্রভাব ফেলেছে-যুক্তি বাউচারের আগ্রাসন দেখিয়ে বল তাক করলেন অর্জুন, হেসে সচিন-পুত্রকে উড়িয়ে দিলেন স্টইনিস ২০২৩-র বিশ্বকাপ নয়, IPL ও T20 বিশ্বকাপের হারটা আরও বেশি হৃদয় ভেঙেছিল,বললেন বিরাট সব দলে বুমরাহ বা রশিদ নেই- ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতের সুরে সুর কোহলির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.