বাংলা নিউজ > ক্রিকেট > World Cup 2023: বিশ্বকাপে পেসাররা সব থেকে বেশি সাহায্য পাবেন কলকাতায়, ইঙ্গিত ডুলের, উৎফুল্ল হতে পারেন শাহিন আফ্রিদিরা

World Cup 2023: বিশ্বকাপে পেসাররা সব থেকে বেশি সাহায্য পাবেন কলকাতায়, ইঙ্গিত ডুলের, উৎফুল্ল হতে পারেন শাহিন আফ্রিদিরা

ইডেনের পিচকে ভারতের মধ্যে অন্যতম গতিশীল বললেন সাইমন। ছবি- টুইটার।

ICC Cricket World Cup 2023: বিশ্বকাপে ভারতের কোন কোন পিচে পেসাররা সাহায্যে পেতে পারেন, ইঙ্গিত দিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা। কলকাতার ইডেন গার্ডেন্স পেল দরাজ সার্টিফিকেট।

শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপে স্পিনাররা ছড়ি ঘোরাবেন বলে মনে করা হয়েছিল। যদিও পেসারদেরও দাপট দেখা যাচ্ছে টুর্নামেন্টে। ভারতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন ওয়ান ডে বিশ্বকাপেও স্পিনারদের দাপট দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। আসলে উপমহাদেশে খেলা হলেই স্পিরানদের অনুকূল পিচ বানানো হতে পারে বলে ধরে নেওয়া হয়।

তবে সাইমন ডুল মনে করছেন না যে বিশ্বকাপে একতরফাভাবে স্পিনারদের রাজত্ব দেখা যাবে। বরং মার্ক উড, ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মতো পেসাররা বিশ্বকাপে বল হাতে সফল হতে পারেন বলে বিশ্বাস প্রাক্তন কিউয়ি তারকার।

আইপিএলে ধারাভাষ্য দেওয়ার সুবাদে ভারতের পিচের সাম্প্রতিক গতিপ্রকৃতি সম্পর্কে ওয়াকিবহাল সাইমন। ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ান ডে-র আগে বিশ্বকাপে ভারতীয় পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি নিয়ে স্কাই স্পোর্টসে আলোচনা করছিলেন তিনি। সেই আলোচনাক্রমেই কলকাতার বাইশগজকে ভারতের মধ্যে অন্যতম গতিশীল আখ্যা দেন তিনি।

সাইমন বলেন, ‘(ভারতের) উত্তর থেকে দক্ষিণে আলাদা ধরণের পিচ দেখা যায়। পশ্চিম থেকে পূর্বে পিচের চরিত্রে বিস্তর ফারাক। কলকতার পিচ এখন ভারতের মধ্যে অন্যতম গতিশীল। মরশুমের শুরুতেই সেখানে বিশ্বকাপ খেলা হবে। তার উপর বর্ষার পরে খেলা হবে বলে ওখানে নিশ্চিত ঘাস থাকবে। পিচে শুধু বল ঘুরবে এমনটা নয় মোটেও।’

আরও পড়ুন:- UP T20 League: তিন বলে তিনটি বোল্ড, রিঙ্কুর মঞ্চে দুরন্ত হ্যাটট্রিক একদা IPL-এ নজর কাড়া তরুণ পেসারের- ভিডিয়ো

সাইমন ডুল সঙ্গে যোগ করেন, ‘হয়তো মরশুমের পরের দিকে চেন্নাইয়ে বল ঘুরতে পারে। ভারতের বিভিন্ন অঞ্চলে কম বেশি বল ঘুরতে দেখা যেতে পারে। তবে আমার মনে হয় বিশেষ করে ধরমশালা, মুম্বই, কলকাতায় পেসাররা সাহায্য পেতে পারে। ওই সব জায়গায় নিশ্চিতভাবেই গতি ও বাউন্স দেখা যাবে। মার্ক উড, ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মতো পেসাররা বিশ্বকাপে বল করা নিশ্চিতভাবেই উপভোগ করবে।’

কিউয়ি বিশেষজ্ঞের কথায় উৎফুল্ল হতে পারেন শাহিন আফ্রিদিরা। কেননা ইডেনে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে একজোড়া লিগ ম্যাচ খেলতে হবে পাকিস্তানকে। বাংলাদেশও কলকাতায় একজোড়া লিগ ম্যাচ খেলবে। পাকিস্তান ছাড়া শাকিবরা ইডেনে লড়াই চালাবেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

আরও পড়ুন:- PAK vs BAN: ক্যাপ্টেন হিসেবে দ্রুততম ২০০০, কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

ইডেনে বিশ্বকাপ ২০২৩-এর কোন কোন ম্যাচ আয়োজিত হবে:-

১) নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ (২৮ অক্টোবর, শনিবার)।
২) পাকিস্তান বনাম বাংলাদেশ (৩১ অক্টোবর, মঙ্গলবার)।
৩) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৫ নভেম্বর, রবিবার)।
৪) পাকিস্তান বনাম ইংল্যান্ড (১১ নভেম্বর, শনিবার)।
৫) দ্বিতীয় সেমিফাইনাল (১৬ নভেম্বর, বৃহস্পতিবার)।

বন্ধ করুন