শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে বুধবার ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট বড় জয় তুলে নিয়েছে। তাদের এই বড় জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে একেবারে খুনে মেজাজে ব্যাট করেছেন তিনি। আফগান বোলারদের একেবারে পিটিয়ে ছাতু করেছেন। একের পর এক নজির তিনি ভেঙেছেন এই ম্যাচে। করেছেন ঝোড়ো শতরান। আর তাতে ভর করেই ১৫ ওভার বাকি থাকতেই ভারতীয় দল ছিনিয়ে নিয়েছে বড় জয়। আর এই ম্যাচে একাধিক নজির ভাঙার পাশাপাশি তিনি ভেঙে দিয়েছেন ইউনিভার্স বস ক্রিস গেইলের নজিরও। আর সেই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে রোহিত দাবি করেছেন, গেইল এতে নিশ্চয় তাঁর উপর খুশিই হবেন।
আরও পড়ুন: বাবরদের বিরুদ্ধে ভারতকেই ফেভারিট বলা হচ্ছে, এর পিছনের কারণগুলি জানেন কি?
প্রসঙ্গত আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন পর্যন্ত সব ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক ছয় মারার নজির ছিল গেইলের। তাঁর ঝুলিতে ছিল ৫৫৩টি ছয়। যা বুধবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভেঙে দিয়েছেন রোহিত শর্মা। এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে ৫৫৬ টি ছয়। ম্যাচে মাত্র ৮৪ বলে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলেন রোহিত শর্মা। তাঁর ইনিংস সাজানো ছিল ১৬টি চার এবং পাঁচটি ছয়ে। আর এই ইনিংসে ভর করেই ভারতীয় দল আট উইকেটের ব্যবধানে হারিয়ে দিল আফগানিস্তানকে। ম্যাচের অষ্টম ওভারে নবীন -উল-হককে ছক্কা হাঁকিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা ভেঙে দেন গেইলের নজির। ৩৬ বছর বয়সী ভারত অধিনায়ক জানিয়েছেন, তিনি দীর্ঘ দিন ধরে কঠোর পরিশ্রম করেছেন। আর তার ফল তিনি পেয়েছেন।
আরও পড়ুন: পাক ম্যাচে শুভমন খেলবেই- বড় দাবি প্রাক্তন নির্বাচক প্রধানের
ম্যাচ শেষে বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিয়োতে রোহিত বলেছেন, ‘আমি যখন প্রথম খেলাটা শুরু করি আমি তখন ভাবতেই পারিনি যে, ছয় মারতে পারি। এতগুলো ছয় (৫৫৬) যে মারতে পারব, তা আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি বলতে আমি বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি। নিয়মিত অনুশীলন করেছি।আর তার ফলেই এটা সম্ভব হয়েছে। আমি তাই খুব খুশি যে, এত বছর ধরে আমি যে কাজটা করেছি তার পুরস্কার আমি এখন পাচ্ছি। আমি এতদিন ধরে যা করে এসেছি, তা চালিয়ে যেতে চাই। আমার ফোকাস সেখানেই থাকবে। আমি ছোট ছোট মুহূর্ত নিয়ে খুশি থাকতে চাই। তবে ইউনিভার্স বস একজনই থাকবেন। আমি ওঁর থেকে অনেক কিছু শিখেছি। ছয় মারার যন্ত্রের অপর নাম ছিল ক্রিস গেইল। আমরা দু'জনেই এক জার্সি পরি। আমাদের দু'জনের জার্সি নম্বর ৪৫। ফলে ৪৫ নম্বর জার্সি পেড়েছে। আমি নিশ্চিত আমার এই কৃতিত্বে খুব খুশি হবেন গেল।’