বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC ODI WC IND vs AUS: এক-আধটা ম্যাচ হতেই পারে, আর ৫০ রান করলেই জিততে পারতাম আমরা, দাবি কামিন্সের

ICC ODI WC IND vs AUS: এক-আধটা ম্যাচ হতেই পারে, আর ৫০ রান করলেই জিততে পারতাম আমরা, দাবি কামিন্সের

ম্যাচ হেরে হতাশ কামিন্স। ছবি- এপি (AP)

ভারতের বিরুদ্ধে হারের পর হতাশ নন অজি অধিনায়ক। বরং দিলেন ঘুরে দাঁড়ানোর আশ্বাস।

২০২৩ বিশ্বকাপ সফরের শুরুটা ভালো হলো না অস্ট্রেলিয়ার জন্য। ভারতকে চাপে রেখেও শেষ অবধি ম্যাচটি দখলে রাখতে পারল না অস্ট্রেলিয়া। শুরুতে ভারতের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ফেলে দিলেও ম্যাচ জিততে পারল না তারায এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্যাট কামিন্সরা। ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের কাছে মাথা নত করতে হয় অজিদের। মাত্র ১৯৯ রানে থামতে অস্ট্রেলিয়াকে। রান তাড়া করতে নেমে শুরুতে ভারতকে ভালোই চাপে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ অবধি বিরাট কোহলি ও কেএল রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ের জোরে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

তবে এই নিয়ে একেবারেই চিন্তিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি মনে করেন আরো কিছু রান করতে পারলে ম্যাচ টিম ইন্ডিয়া জিততে পারত না। ম্যাচ শেষে কামিন্স বলেন, 'আমরা অন্তত ৫০ রান কম ছিলাম। ২০০ রানের নিচে লড়াই করা অত্যন্ত চাপের বিষয়। তবুও আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করি টিম ইন্ডিয়াকে হারানোর। আমাদের ২০ ওভারের মতো স্পিন বোলিং ছিল। তারা ভালো বল করেছে। শুধু রান কম ছিল।'

এরপরই কামিন্স হ্যাজেলউডের প্রশংসা করেন এবং বলেন, জোশ রীতিমতোই চাপে রেখেছিল 'মেন ইন ব্লু'কে। তিনি বলেন, 'যেভাবে আজ জোশ বল করছিল সেটা অত্যন্ত প্রশংসনীয়। লাইন আর লেন্থ সবকিছুই ঠিক ছিল। এবং ঠিক জায়গায় বলও করছিল। যখন ১০ রানে ৩ উইকেট ছিল, সেই সময় একটা ক্যাচ মিস করি আমি। কিন্তু সেটা আমি ভুলে গিয়ে খেলার উপর মনোযোগ দিচ্ছিলাম।'

এদিন অস্ট্রেলিয়ান অধিনায়ক আরো জানান যে এই হার নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন। তিনি বলেন, 'এই ম্যাচ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখনও অনেক ম্যাচ পড়ে আছে। সুতরাং চিন্তার কিছুই নেই। কিছু জায়গায় আমাদের নিজেদের শুধরে নিতে হবে। আমি মনে করি আমার জায়গায় যে কেউ টস জিতলে ওই একই সিদ্ধান্ত নিতো।'

উল্লেখ্য, রবিবার টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। শুরুটা ভালো হয়না অস্ট্রেলিয়ার। বিনা রান করেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার মিচেল মার্শ। এরপর ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ৭৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর কেউই তেমনভাবে পার্টনারশিপ গড়তে পারেনি। ফলে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে সবকটি উইকেট হারায় অজিরা। কোনও ব্যাটারের তরফ থেকে আসেনি অর্ধশতরান।

ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। একটি করে উইকেট পান অশ্বিন, পান্ডিয়া ও সিরাজ এবং তিনটি উইকেট পান রবীন্দ্র জাদেজা। জবাবে রান তাড়া করতে নেমে, ভারতের শুরুটাও একেবারেই ভালো হয়নি। ২ রানের মাথায় তিনটি উইকেট হারায় ভারত। বিনা রান করে প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার, অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিষান। এরপর মিডিল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারও বিনা রান করে ফিরে যান। এরপর বিরাট কোহলি ও কেএল রাহুলের ১৬৫ রানের পার্টনারশিপ টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরায়। যদিও বিরাট কোহলি আউট হন ৮৫ রানে। এরপর কেএল রাহুল হার্দিক পান্ডিয়ার সঙ্গে ম্যাচটি ৪১.২ ওভারে শেষ করেন একটি ছয় মেরে। ম্যাচের সেরা হন কেএল রাহুল।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

খুনের কেসে ফাঁসানো হয়েছে লোকনাথকে! মিসিং লিঙ্ক খুঁজে বের করতে পারবেন অনির্বাণ? হাজার হাজার চাকরি খাবে স্যামসাং! কতটা চাপে পড়বে ভারত প্রথম ইনিংসে ধস, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া পুলিশের সামনেই সপাটে চড় বিধায়ককে, পরে পেটালেন আরও ১ জন, পালটা জুটল মার- ভিডিয়ো একের পর এক মেডিক্যাল কলেজে গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের, পাত্তা দিতে নারাজ নবান্ন গুরুগ্রামে জয়জয়কার বিজেপির, চারটি আসনেই ফুটল পদ্ম উৎসবের আবহে UPI লেনদেনে বড় বদল, ষষ্ঠীতে কী ঘোষণা করল RBI? পুজো মণ্ডপে গিয়ে ডাকের তালে নাচলেন তনুশ্রী, বাদ গেলেন না সুস্মিতাও... 'আমি কি ভিনগ্রহের প্রাণী?...' নিজের আবাসনের পুজো নিয়ে কী বলছেন শ্রীলেখা? ‘‌আমার মন মেজাজ ভাল নেই’‌, প্রেসিডেন্সি জেলে প্রতিমায় মাথা ঠেকিয়ে কাঁদলেন পার্থ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.