বিশ্ব ক্রিকেটের ভারত-পাকিস্তানের দ্বৈরথ মানেই উন্মাদনার পারদ। দুই দেশের সমর্থকদের আকচাআকচি। আগুনে পরিবেশ। তবে একদিনের বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সাত বার দুই দেশ মুখোমুখি হয়েছে, প্রতি বারই হেরেছে পাকিস্তান। এবার সেই হিসাব বদলাতে মরিয়া বাবর আজম ব্রিগেড। তবে রোহিতরা তাদের জয়ের সাফল্যের রেকর্ডে কোনও ভাবেই হারের দাগ লাগতে দিতে রাজি নন। মোদ্দা কথা, শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফের আগুন লাগতে জ্বলেছে। ভারত-পাক মহারণের আগুন।
২০২৩ বিশ্বকাপে দুই দলই দুরন্ত ছন্দে পরপর দু'টি করে ম্যাচ জিতে অভিযান শুরু করেছে। টিম ইন্ডিয়া প্রথমে অস্ট্রেলিয়া এবং পরে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে। অন্যদিকে পাকিস্তান প্রথমে নেদারল্য়ান্ডস এবং পরে শ্রীলঙ্কাকে হারিয়েছে। এ বার বিশ্বকাপের মঞ্চে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
ভারত-পাকিস্তান ম্যাচ দু’দেশের কাছেই সম্মান রক্ষারও লড়াই। ভারতের কাছে এবার চাপটা কিন্তু আরও বেশিই থাকবে। কারণ দেশের মাটিতে ম্যাচ হওয়ায়, প্রত্যাশার চাপ কাটিয়ে পাকিস্তানকে হারানো এবং বিশ্বকাপে রেকর্ড ৮-০ করার চাপটা ভারতের কাছে মোটেও সহজ হবে না। এদিকে পাকিস্তান বধ করতে ভারতের একাদশ কী হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
আপাতত যা পরিস্থিতি, তাতে রোহিত শর্মা কার্যত বলেই দিয়েছেন, শুভমন গিল দলে ঢুকবেন। কিন্তু প্রশ্ন হল, কার জায়গায়? কারণ দলে মোটামুটি সকলেই রান পাচ্ছেন। ইশান কিষাণও আফগানিস্তানের বিরুদ্ধে রান পেয়েছেন। তার পরেও কি ইশানের উপরেই কোপ পড়বে? শুভমন খেললে, ইশানের বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে শ্রেয়স আইয়ারও খুব ভালো ছন্দে না থাকায়, কোপ পড়তে পারে তাঁর উপরেও। পাশাপাশি আমদাবাদে দলে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিনও। কুলদীপ যাদব, অশ্বিন, রবীন্দ্র জাদেজা- ত্রিফলা স্পিন আক্রমণে পাক ব্যাটারদের চাপে ফেলার পরিকল্পনা নিতে পারে ভারত।
ওপেনিং জুটি
শুভমন দলে ফিরলে তিনিই রোহিতের সঙ্গে ওপেন করবেন। এর অন্যথা হবে না। তিনি কোনও কারণে শেষ পর্যন্ত যদি খেলতে না পারেন, সে ক্ষেত্রে রোহিতের সঙ্গে ইশান ওপেন করবেন। যেমনটা আগের দুই ম্যাচে করে এসেছেন ইশান।
আরও পড়ুন: দল হারছে, ড্রেসিংরুমে বসে সিগারেটে সুখটান, ম্যাক্সওয়েলের ধোঁয়া ছাড়ার ভিডিয়ো ভাইরাল
মিডল অর্ডার
তিনে বিরাট কোহলির স্থান পাকা। এখন প্রশ্ন রয়েছে চার নম্বর জায়গাটি নিয়ে। শুভমন খেললে, চারে কে নামবেন? ইশান নাকি শ্রেয়স? ইশানকে চারে খেলানো হতে পারে। ইশান ইতিমধ্যে মিডল অর্ডারেও পরীক্ষিত। পাঁচে কেএল রাহুলের জায়গা নিয়ে কোনও দ্বিধা নেই।
স্পিনার
ভারত তিন স্পিনার খেলাতে পারেন। যে কারণে বাদ পড়তে পারেন শার্দুল ঠাকুর। কুলদীপ, অশ্বিন, জাদেজাকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে টিম ইন্ডিয়া।
পেসার
জসপ্রীত বুমরাহের একাদশে জায়গা পাকা। তবে দ্বিতীয় পেসার হিসাবে কে খেলবেন? মহম্মদ সিরাজ নাকি মহম্মদ শামি? আফগানিস্তানের বিরুদ্ধে প্রচুর মার খেয়েছেন সিরাজ। তাঁর জায়গায় খেলানো হতে পারে শামিকে। এর পাশাপাশি আইপিএলে শামি খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। তাই আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ শামির কাছে পরিচিত। এবং এই মাছে তাঁর সাফল্যও রয়েছে। তবে দুম করে সিরাজকে বাদ দেওয়ার ঝুঁকি কি পাকিস্তানের বিরুদ্ধে নিতে পারবে টিম ম্যানেজমেন্ট?
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ইশান কিষান, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।