তাঁকে ‘হিটম্যান’ বলা হয়ে থাকে। কারণ তিনি চার, ছক্কা হাঁকাতে ওস্তাদ। আর বুধবার এই ছক্কা হাঁকিয়েই রোহিত শর্মা গড়ে ফেললেন বিশেষ নজির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোটে খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত। তিনি ভেঙে দিলেন ক্রিস গেইলের নজির। সব থেকে কম ম্যাচ খেলে এই মাইলফলক পার করলেন রোহিত। তবে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর মালিক এখনও গেইলই।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে ছয় হাঁকানোর তালিকায় শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান তারকা। ভারত অধিনায়ক রোহিত শর্মা মোট ৫৫১টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তবে সাড়ে পাঁচশো ছক্কা রোহিত মাত্র ৪৭১ ইনিংসে হাঁকিয়েছেন। সেখানে গেইল সাড়ে পাঁচশো ছক্কা হাঁকানোর মাইলস্টোন স্পর্শ করতে নিয়েছেন ৫৪৮ ইনিংস। সেই দিক থেকে গেইলকে টপকে গিয়েছেন রোহিত। খুব শীঘ্রই হয়তো গেইলের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নজিরও ভেঙে দেবেন হিটম্যান।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন অক্ষর, পরিবর্ত হিসাবে দলে অশ্বিন
এখানে বিভিন্ন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে প্লেয়ারদের সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকা:
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৫৫৩টি ছক্কা
রোহিত শর্মা (ভারত) - ৫৫১টি ছক্কা*
শহিদ আফ্রিদি (পাকিস্তান)- ৪৭৬টি ছক্কা
ব্রেন্ডন ম্যাকালাম (নিউজিল্যান্ড)- ৩৯৮টি ছক্কা
মার্টিন গাপ্তিল (নিউজিল্যান্ড)- ৩৮৩টি ছক্কা
এমএস ধোনি (ভারত)- ৩৫৯টি ছক্কা
সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা)- ৩৫২টি ছক্কা
ইয়ন মর্গ্যান (ইংল্যান্ড)- ৩৪৬টি ছক্কা
এবি ডি'ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)- ৩২৮টি ছক্কা
জস বাটলার - ৩১২টি ছক্কা*
রোহিত এখনও পর্যন্ত ৫২টি টেস্ট, ২৫১টি একদিনের ম্যাচ এবং ১৪৮টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। এর মধ্যে টেস্টে ৭৭টি, এক দিনের ক্রিকেটে ২৯১টি এবং টেস্টে ১৮২টি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার তালিকায় রোহিতের পরেই রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৯টি ছক্কা মেরেছিলেন। রোহিত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৩৫০, ৪০০, ৪৫০, ৫০০ এবং ৫৫০টি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন।
এছাড়াও ভারতের অন্যান্য প্লেয়াররা যারা দ্রুততম ছক্কার মাইলস্টোন স্পর্শ করেছেন, তাদের তালিকা:
৫০টি ছক্কা - কপিল দেব
১০০টি ছক্কা - কপিল দেব
১৫০টি ছক্কা - সচিন তেন্ডুলকর
২০০টি ছক্কা - সৌরভ গঙ্গোপাধ্যায়
২৫০টি ছক্কা - সচিন তেন্ডুলকর
৩০০টি ছক্কা - মহেন্দ্র সিং ধোনি
৩৫০টি ছক্কা - রোহিত শর্মা
৪০০টি ছক্কা - রোহিত শর্মা
৪৫০টি ছক্কা - রোহিত শর্মা
৫০০টি ছক্কা - রোহিত শর্মা
৫৫০টি ছক্কা - রোহিত শর্মা