বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে, চোটের কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে পারছেন না শাকিব, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচেও

বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে, চোটের কারণে প্রস্তুতি ম্যাচ খেলতে পারছেন না শাকিব, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচেও

চোট পেয়ে বাংলাদেশের চিন্তা বাড়ালেন শাকিব।

গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন বৃহস্পতিবার অনুশীলনের সময়ে ফুটবল খেলতে গিয়েই বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান শাকিব। তাঁর পায়ে বেশ ভালো ব্যথা রয়েছে। এবং অনেকটা বাজেভাবে ফুলে গিয়েছে বলে খবর। এই চোটের কারণেই বাংলাদেশ অধিনায়ককে ঘিরে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ শিবিরে। আচমকা চোট পেয়ে দলকে চাপে ফেললেন শাকিব আল হাসান। এই চোটের কারণ শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব। শুধু এই ম্যাচটিই নয়, পরের প্রস্তুতি ম্যাচেও পাওয়া যাবে না শাকিবকে। যে ম্যাচটি রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এমন কী জানা গিয়েছে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছেন শাকিব। ৭ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। সেই ম্যাচেও বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন বৃহস্পতিবার অনুশীলনের সময়ে ফুটবল খেলতে গিয়েই বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান শাকিব। তাঁর পায়ে বেশ ভালো ব্যথা রয়েছে। এবং অনেকটা বাজেভাবে ফুলে গিয়েছে বলে খবর। এই চোটের কারণেই বাংলাদেশ অধিনায়ককে ঘিরে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনায় উচ্ছ্বসিত বাবররা, তবু ভারতকে ‘দুশমন মুল্ক’ বলে বিতর্ক বাড়ালেন PCB প্রধান- ভিডিয়ো

বাংলাদেশ শিবির সূত্রে যা খবর, তাতে শাকিবের চোট কতটা গুরুতর সেটা বুঝতে আরও কিছুটা সময় লাগবে। ফলে কবে পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি, সেটা এখনই বলা যাচ্ছে না। এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শাকিব ছাড়াও নেই নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। বাকি সবাই বিশ্রামে থাকলেও শাকিব ছিটকে গিয়েছে চোটের কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মেহেদি হাসান মিরাজ দলকে নেতৃত্ব দিচ্ছেন।

আরও পড়ুন: ২২ গজের বাইরে থেকেও পাঁচ নম্বরে খেলার জন্য কী ভাবে তৈরি হয়েছেন, জানিয়েছেন কেএল রাহুল

কয়েক দিন ধরেই শাকিব এবং তামিম ইস্যুতে উত্তাল বাংলাদেশ ক্রিকেট। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের না থাকা এবং প্রাক্তন এই অধিনায়কের ১২ মিনিটের এক ভিডিয়ো বার্তাই এখন বিতর্কের কেন্দ্রে। এর মধ্যেই শাকিব আল হাসানের পাল্টা একটি সাক্ষাৎকারে যেন আগুনে ঘি ঢালা হয়েছে। দুই তারকা ক্রিকেটারকে নিয়ে এক ভিডিয়ো বার্তায় মুখ খুলেছেন প্রাক্তন অধিনায়ক মাশরফি বিন মোর্তাজাও।

মাঠের বাইরের বিতর্কের বোঝা কাঁধে নিয়েই বাইশ গজের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। কাগজে-কলমে প্রস্তুতি ম্যাচ হলেও, ২৯ সেপ্টেম্বর থেকেই এক প্রকার বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। তবে এর মধ্যেই শাকিবের চোট নিঃসন্দেহে বড় ধাক্কা। একেই দলের অন্দরে ‘গৃহযুদ্ধ’। সেই সঙ্গে যদি দলের অধিনায়ককেই না পাওয়া যায়, তাহলে লিটন দাসদের কপাল পুড়বে।

ক্রিকেট খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল আরও দুর্বল হবে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি হবে? পরদিন সতর্কতা জারি ৫ জেলায় 'মমতার বৈঠকে খুব সুন্দরভাবে হয়েছিল, আজ...’, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে? ‘মৃত্যু সিওর হয়ে গিয়েছিল’, বীরভূমে বন্যা দেখতে গিয়ে নদীতে পড়লেন ২ সাংসদ, ১ MLA আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার ১৪৪ বল বাকি থাকতে SA-কে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের! একমাত্র ভারতই অপরাজেয় থাকল নেই সরফরাজ-জুরেল! ওপেনার যশস্বী!নজরে প্রথম টেস্টে ভারত-বাংলাদেশের সম্ভাব্য একাদশ দু’‌ঘণ্টা পর শেষ নবান্নের বৈঠক, মুখ্যসচিবের সঙ্গে কী কথা হয় জুনিয়র ডাক্তারদের?‌ ‘কাউকে টেকেন ফর গ্রান্টেড…’, মমতা সরকারকে তোপ পরমের, পালটা জবাব রুদ্রনীলের কসমেটিক সার্জারি না করিয়েও এখনও বরের চোখে 'সেক্সি' থাকার রহস্য ফাঁস করিনার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.