বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Election 2022 Results on ECI Website : রাত পোহালেই ৫ রাজ্যে ভোট গণনা! ভোটিং ট্রেন্ড জানার সহজ পন্থা একনজরে

Election 2022 Results on ECI Website : রাত পোহালেই ৫ রাজ্যে ভোট গণনা! ভোটিং ট্রেন্ড জানার সহজ পন্থা একনজরে

  ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে কঠোর প্রহরা। (ANI Photo) (Lal Singh)

১০ মার্চ সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা পর্ব। আর তারপরই ধীরে ধীরে ভোটিং ট্রেন্ড সামনে আসতে শুরু করবে। ভোটের প্রাথমিক ট্রেন্ড সকাল ৯ টার মধ্যে স্পষ্ট হতে থাকবে বলে মনে করা হচ্ছে। সকাল ৯ টা নাগাদ বিভিন্ন রাজ্যের ভোট গণনার প্রাথমিক ফলাফলের তালিকা প্রকাশ্যে চলে আসতে থাকবে।

গোবলয় রাজনীতির অন্যতম ব্লকবাস্টার যুদ্ধ উত্তরপ্রদেশের বুকে বহুবারই দেখেছে জাতীয় রাজনীতি। আর ২০২২ সালে আরও একবার সেই রাজকীয় ভোট যুদ্ধের ফলাফল দেখার অপেক্ষায় গোটা দেশ। ১০ মার্চ শুধু উত্তরপ্রদেশই নয়, পার্বত্যভূম উত্তরাখণ্ড, সমুদ্র তীরবর্তী গোয়া ও উত্তরপূর্বের ছোট্ট রাজ্য মণিপুরে রয়েছে ভোট গণনা পর্ব।

উল্লেখ্য, ১০ মার্চ সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা পর্ব। আর তারপরই ধীরে ধীরে ভোটিং ট্রেন্ড সামনে আসতে শুরু করবে। ভোটের প্রাথমিক ট্রেন্ড সকাল ৯ টার মধ্যে স্পষ্ট হতে থাকবে বলে মনে করা হচ্ছে। সকাল ৯ টা নাগাদ বিভিন্ন রাজ্যের ভোট গণনার প্রাথমিক ফলাফলের তালিকা প্রকাশ্যে চলে আসতে থাকবে। হেভিওয়েট থেকে শুরু করে রাজনীতির নবাগতদের ভাগ্য কার্যত ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করবে। ভোটের ফলাফলের প্রতি মুহূর্তের তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হতে থাকবে। আর সেখান থেকেই মিলবে যাবতীয় ফলাফলের হদিশ।

উল্লেখ্য, উত্তরাখণ্ডে ৪০ আসনের লড়াইতে সম্মুখ সমরে নামছে বিজেপি কংগ্রেস। এমনই আভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষা। অন্যদিকে, উত্তরপ্রদেশে রয়েছে ৪০৩ আসনের লড়াই। যোগী আদিত্যনাথ ফের একবার মসনদে বসবেন কিনা, তাই হল এই মুহূর্তের লাখ টাকার প্রশ্ন। ১১৭ আসনের পঞ্জাবের ভোট ঘিরেও রয়েছে একাধিক ভোটগণিত। তবে শেষ হাসি কে হাসবেন, তা নিয়ে রয়েছে প্রশ্ন। ৪০ আসনের গোয়া বিধানসভা ভোট ঘিরেও নজর রয়েছে সমস্ত মহলের।

বন্ধ করুন