উলুবেড়িয়ায় পঞ্চায়েতের ২ প্রার্থীর মনোনয়ন বিকৃতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ বজায় রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বদলে ওই ঘটনার তদন্ত করতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গড়ল আদালত। সোমবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
এদিন আদালত জানায়, মনোনয়ন বিকৃতির মামলায় এই মুহূর্তে সিবিআই তদন্তের দরকার নেই। কী ঘটেছে তা জানতে আগে অনুসন্ধান হওয়া প্রয়োজন। সেজন্য অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দের নেতৃত্বে একটি কমিশন গঠন করল আদালত। তাঁর নেতৃত্বে রাজ্য পুলিশ এই ঘটনার অনুসন্ধান করে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করবে। তার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। কমিশনের প্রধান হিসাবে কোনও পারিশ্রমিক ছাড়াই দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে।
বলে রাখি, গত সপ্তাহে এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, অভিযোগ যখন রাজ্যের বিরুদ্ধে তখন রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করিয়ে লাভ নেই।
উলুবেড়িয়ার ২ সিপিএম প্রার্থীর অভিযোগ, মনোনয়ন পেশের সময় যে চেকলিস্ট জমা দিতে হয় তাতে তাঁরা জাতি প্রমাণপত্র জমা দিয়েছেন বলে উল্লেখ করেছিলেন। তার পরেও তাদের মনোনয়ন খারিজ হয়ে যায়। এর পর জানা যায়, মনোনয়নপত্রে তাদের উল্লেখ করা অংশ কলম দিয়ে কেউ কেটে দিয়েছে। অভিযোগ ওঠে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও নীলাদ্রি দের বিরুদ্ধে।