আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। আর তার আগে এই নির্বাচনে গাড়ির ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে নির্বাচনী প্রচার করার জন্য এবং ভোটের দিন ও ফল ঘোষণার দিন গাড়ি ব্যবহার নিয়েও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। প্রার্থীরা আগাম অনুমতি নিয়ে কে, কতগুলি গাড়ি ব্যবহার করতে পারবেন তা নিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাগুলিতে। কারণ রাজ্য নির্বাচন কমিশন চায় না কোনও ঝামেলা বা অপ্রীতিকর ঘটনা ঘটুক প্রচারে, ভোটে এবং ফলাফলের দিনে।
এদিকে মনোনয়ন পর্বে দেখা গিয়েছিল জেলায় হিংসার ঘটনা। তা নিয়ে যথেষ্ট প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। তাই এবার জেলা পরিষদের প্রার্থীদের এবং নির্বাচনী এজেন্টদের প্রচারের কাজে একটিমাত্র চার চাকার গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আর সেই গাড়িটির নম্বর আগাম সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানাতে হবে। তবে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের প্রচারের কাজে দুই স্তরের প্রার্থীরা এবং তার নির্বাচনী এজেন্টরা দু’চাকা বা তিন চাকার গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে সেই গাড়ির নম্বরও রিটার্নিং অফিসারকে জানাতে হবে।
আর কী বলা হয়েছে নির্দেশিকায়? রাজনৈতিক দলগুলি পঞ্চায়েত নির্বাচনের প্রচারে, প্রত্যেকটি সাব ডিভিশনে একটি করে গাড়ি ব্যবহার করতে পারবে। এমনকী গোটা জেলার জন্য অতিরিক্ত আরও একটি গাড়ি ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে মহকুমা শাসকের থেকে গাড়ি ব্যবহারের অনুমতি নিতে হবে। আগাম অনুমতি নিয়ে রোড–শো করতে চারটে গাড়ি ব্যবহার করা যাবে। তবে দুই, তিন এবং চার চাকা মিলিয়ে চারটি গাড়ি ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: হুক্কার পাইপ–মদের বোতল পড়ে রয়েছে ঘরে, হুগলিতে আত্মঘাতী তরতাজা যুবক
মোটরবাইকের ক্ষেত্রে কী নির্দেশ? পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মোটরবাইক মিছিলে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। তবে এই স্থানীয় নির্বাচনের দিন জেলা পরিষদের প্রার্থীরা একটি চার চাকার গাড়ি, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত প্রার্থীরা একটি দু’চাকা বা তিন চাকার গাড়ি ব্যবহার করতে পারবেন। নির্বাচনের দিন রাজনৈতিক দলগুলি দুটি করে দু’চাকা, তিন চাকা বা চার চাকা গাড়ি ব্যবহার করতে পারবে। পঞ্চায়েত নির্বাচনের দিন কোনও গাড়িতেই দলীয় স্লোগান, প্রতীক, প্রার্থীর পক্ষে প্রচারের ছবি ব্যবহার করা যাবে না। রাজনৈতিক দলের গাড়িতে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা যাবে না। রাজ্য নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।