বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > TMC Letter against Governor: রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের, বোসকে নিয়ে কী বললেন বক্সী?

TMC Letter against Governor: রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের, বোসকে নিয়ে কী বললেন বক্সী?

রাজ্যপাল সিভি আনন্দ বোস (HT_PRINT)

Governor CV Anand Bose: সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে রাজনৈতিক হিংসায় মৃত নেতাকর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল। হাসপাতালে গিয়ে জখম তৃণমূল কর্মীদের সঙ্গেও দেখা করেন। এরপর ট্রেনে করে গতকাল সকালে কলকাতায় ফিরেই সোজা চলে গিয়েছিলেন বাসন্তী। সেখানে গত শনিবার খুন হয়েছিলেন এক যুব তৃণমূল নেতা।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নালিশ ঠুকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সহসভাপতি সুব্রত বক্সী। চিঠিতে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বারংবার নির্বাচনের আদর্শ আচরণবিধি ভাঙছেন রাজ্যপাল। পাশাপাশি রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সুব্রত বক্সী। উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে রাজনৈতিক হিংসায় মৃত নেতাকর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল। হাসপাতালে গিয়ে জখম তৃণমূল কর্মীদের সঙ্গেও দেখা করেন। এরপর ট্রেনে করে গতকাল সকালে কলকাতায় ফিরেই সোজা চলে গিয়েছিলেন বাসন্তী। সেখানে গত শনিবার খুন হয়েছিলেন এক যুব তৃণমূল নেতা। এদিকে রাজভবনে 'পিস রুম' খুলেছেন রাজ্যপাল। এই কোনওটাই ভালো চোখে দেখছে না শাসকদল।

রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন। পাশাপাশি সুব্রত বক্সী চিঠিতে লিখেছেন, 'নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি ভবনে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল।' উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে সার্কিট হাউজ ও অন্যান্য সরকারি ভবনে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল। সুব্রত বক্সীর কথায়, রাজ্যপালের এহেন পদক্ষেপ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন আইন ২০০৩-এর পরিপন্থী। এদিকে বারংবার রাজ্যে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকেও তলব করেছিলেন সিভি আনন্দ বোস। এই পরিস্থিতিতে তৃণমূলের দাবি, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা রাজ্যপালের কাম্য নয়।

এদিকে ঘাসফুল শিবিরের রাজ্যপালকে নিয়ে আরও অভিযোগ রয়েছে। নিজের চিঠিতে সুব্রতবাবু দাবি করেন, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই বিজেপি নেতাদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিকে রাজ্যপাল বিগত দিনে বিডিওদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করছেন। পুলিশের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছেন। এই কোনওটাই রাজ্যপালের করা উচিত হয়নি বলে মত সুব্রত বক্সীর। এদিকে নির্বাচনী প্রক্রিয়ার ওপর 'নজরদারি' চালাতে রাজভবনে খোলা কন্ট্রোলরুম রীতিবিরুদ্ধ বলে অভিযোগ তৃণমূল নেতার।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট বাজার পর থেকেই 'সক্রিয়' হয়ে উঠেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শাসকদলের আপত্তি সত্ত্বেও হিংসা কবলিত ভাঙড়ে গিয়েছিলেন। সদ্য উত্তরবঙ্গ সফরেও যান তিনি। সেখানে রাজনৈতিক হিংসার শিকার কর্মী ও পরিবারদের সঙ্গে দেখা করেন তিনি। সেই সফর শেষে আজ সকালে বিমানে করে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। তবে তিনি বিমানের টিকিট বাতিল করে ট্রেনে ফেরেন শহরে। বিমানে থাকলে বেশ কিছুক্ষণ ফোন বন্ধ রাখতে হবে, সেই কারণেই নাকি তিনি ট্রেনে যাত্রা করেন। এদিকে যাত্রাপথে তিনি বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর শোকাহত পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন বলে জানা গিয়েছে। মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আনন্দ বোস। পরে শিয়ালদায় নেমেই বাসন্তীর উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। সেখানে গিয়ে মৃত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

ভোটযুদ্ধ খবর

Latest News

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতার বিভিন্ন থানা ঘুরলেন আধিকারিকরা নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন, মনোনয়ন তুলে নিলেন যাদবপুরে বিজেপির জেলা সহ সভাপতি ভয়াবহ দুর্ঘটনা সিকিমে, বাঙালি পর্যটক বোঝাই গাড়ি পড়ে গেল নদীতে, মৃত ২ ‘এই লড়াই থামাতে পারব না,’ খাড়গের হুঁশিয়ারির জবাব দিলেন অধীর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ২০২৪: স্বপ্ন দেখছে বামেরা, অতীত ভরসা জোগাচ্ছে কল্যাণকে রাজেশের হাত থেকে বাঁচার রোশনাইকে দ্বিতীয়বার বিয়ে করল আরণ্যক! বাড়িতে রাখুন এই গাছগুলি, মশা পালাবে 'বাপ বাপ' বলে সিডনিতে টানা ৮ ঘণ্টা পারফর্ম করে ইতিহাস গড়ার অপেক্ষায় সোনু, বললেন, ‘তর সইছে না’ আইসিসি টি২০ বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ শিকার ধোনির,এরপর তালিকায় কারা? মুম্বইয়ের সফল পারফর্মারের তালিকায় রয়েছেন হার্দিকের অপছন্দের ৪ ক্রিকেটার?

Latest IPL News

নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.