BJP eyeing Loksabha Poll: ঝামেলা মেটান জলদি! ভোটের আগে বাংলা সহ বিভিন্ন রাজ্যের পার্টি ইউনিটকে নড্ডার নিদান
Updated: 21 Aug 2023, 04:52 PM ISTবেশ কিছু সূত্রের খবর, কর্ণাটক, মধ্যপ্রদেশে বিজেপির অন্দরে কিছু ক্ষেত্রে কোন্দল রয়েছে। দলের ভিতর মনোমালিন্যের খবর পশ্চিমবঙ্গেও রয়েছে বলে সূত্রের দাবি। এদিকে, সামনেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। বহু ক্ষেত্রে শোনা যাচ্ছে, মধ্যপ্রদেশে কোন্দল এতটাই বেড়েছে যে, বহু নেতা পার্টি ছাড়ার হুমকি দিয়েছেন।
পরবর্তী ফটো গ্যালারি