বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি জারি করে জানায়, আগামী ১২ এপ্রিল বাংলায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চারদিন পর, অর্থাত্, ১৬ এপ্রিল প্রকাশ করা হবে এই দুই উপনির্বাচনের ফল।
উল্লেখ্য, আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। দলবদল করার সময় নিজের সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। সেই সময় থেকে এই কেন্দ্রটি ফাঁকা পড়ে আছে। অপরদিকে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি খালি হয়।
বালিগঞ্জ বাদে দেশের আরও তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ছত্তিশগড়ের খাইরাগড়, মহারাষ্ট্রের কোলহাপুর উত্তর এবং বিহারের বোচাহান বিধানসভা কেন্দ্র। বাংলার আসানসোল লোকসভা কেন্দ্র, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের পাশাপাশি এই সব কেন্দ্রেও আজ থেকেই জারি হল আদর্শ আচরণ বিধি।
কমিশনের তরফে জানানো হয়েছে, এই কেন্দ্রগুলিতে মনোনয়ন পেশের শেষদিন ২৪ মার্চ। মনোয়ন স্ক্রুটিনির দিন ২৫ মার্চ। মনোয়ন প্রত্যাহারের শেষ দিন 28 মার্চ। ভোট গ্রহণ ১২ এপ্রিল। এবং ১৬ এপ্রিল ফল প্রকাশ হবে এই চার বিধানসভা কেন্দ্র এবং একটি লোকসভা কেন্দ্রে।