বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > অসমে কটি আসনে লড়বে দল, জানিয়ে দিল বিজেপি, বাকি আসনে কারা?

অসমে কটি আসনে লড়বে দল, জানিয়ে দিল বিজেপি, বাকি আসনে কারা?

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। (Hafiz Ahmed)

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১০ টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবার সেখানে একটি বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে গেরুয়া শিবির। এছাড়া এজিপি গতবার তিনটি আসন এবং বোডল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) একটি আসনে লড়েছিল।

লোকসভা নির্বাচনকে ঘিরে সমস্ত রাজ্যে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। অসমেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে। এই আবহে রাজ্যে কতগুলি আসনে বিজেপি লড়বে সে বিষয়টি দলের তরফে স্পষ্ট করা হল। এই রাজ্যে মোট ১৪ টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে এবার ১১ টি আসনে লড়বে বিজেপি। বাকি তিনটি আসনে শরিক দল এজিপি ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের (ইউপিপিএল) সঙ্গে আসন ভাগাভাগি করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘অমিত শাহ এবং জেপি নড্ডার সিদ্ধান্তকে সম্মান করে এজিপি এবার বরপেটা এবং ধুবড়িতে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইউপিপিএল কোকরাঝাড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

আরও পড়ুন: আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে বিজেপি প্রথম প্রার্থী তালিকা, চলছে সমীক্ষা

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১০ টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবার সেখানে একটি বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে গেরুয়া শিবির। এছাড়া এজিপি গতবার তিনটি আসন এবং বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) একটি আসনে লড়েছিল। যদিও ২০২০ সালে বিজেপির জোট থেকে বেরিয়ে গিয়েছিল বিপিএফ এবং ইউপিপিএলের সঙ্গে জোট করেছিল। পরবর্তী সময়ে ইউপিপিএল বিজেপির সঙ্গে জোট করে। উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপি ৯ আসনে জিতেছিল। শুধুমাত্র একটিতে হেরেছিল কংগ্রেসের কাছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার ঘোষণা করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অসমের ১১টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এজিপি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইউপিপিএল একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী বলেন, যে তিনি আত্মবিশ্বাসী যে বিজেপি রাজ্যে ১১ টি আসনেই জয়ী হবে বিজেপি এবং বাকি ৩টি আসনে তাদের শরিক দল জয়ী হবে।

এর পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী পদে নতুন মুখ থাকবে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কেন দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আসন্ন নির্বাচনে নতুন মুখ থাকবে কারণ বিজেপির অনেক বর্তমান সাংসদ রয়েছেন যারা প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণে নতুন মুখ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, অসমে কংগ্রেসের অনেক নেতা বিজেপিতে যোগ দেবেন বলেও ইঙ্গিত দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ‘কংগ্রেস দলের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি রানা গোস্বামী পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। অন্য এক কংগ্রেস নেতা কমলাখ্যা দে পুরকায়স্থও বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকারকে বিধানসভার বাইরে এবং অভ্যন্তরে পূর্ণ সমর্থন করেছেন। আমি নিশ্চিত যে আরও অনেকে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করবেন।’

ভোটযুদ্ধ খবর

Latest News

শুধু USA নয়, এর আগেও একাধিক দেশ তাদের প্রথম সাক্ষাতে বাংলাদেশকে হারিয়েছিল! KKR-কে ফাইনালে তুলে ইতিহাস অধিনায়ক শ্রেয়সের, এমনটা পারেননি ধোনিও, হল আরও ৩ নজির রোজ সকালে এই খাবার খেলে হার্টের সমস্যা হবে উধাও '৩টের সময় হানা', এবার খড়গপুরে হিরণের আপ্তসহায়কের বাড়িতে ঘাটাল পুলিশ আসিনের জন্য একটি প্লেন স্ট্যান্ডবাই মোডে রেখেছিলেন অক্ষয়, কী সম্পর্ক ছিল দুজনের শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি সিলে 'ডিকে' ছাপ, পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন প্রত্যেকে নিজেদের দায়িত্ব দারুণ ভাবে পালন করেছে- টিম গেমের স্তুতি শ্রেয়সের মুখে 'আসন সংখ্যা নেমে...', রামকৃষ্ণ মিশন ইস্যুতে মমতার 'পতন' দেখছেন দিলীপ ইউরো কাপের দল ঘোষণা করল পর্তুগালের, নজির গোড়ার সামনে ৩৯ বছর বয়সি রোনাল্ডো 'জানি না' বলেও রামকৃষ্ণ মিশনে হামলাকে 'পারিবারিক বিষয়' আখ্যা মমতার!

Latest IPL News

প্রত্যেকে নিজেদের দায়িত্ব দারুণ ভাবে পালন করেছে- টিম গেমের স্তুতি শ্রেয়সের মুখে মা এখনও হাসপাতালে, কিন্তু KKR তো আমার পরিবার, তাই দরকারের সময় ফিরে এলাম- গুরবাজ আমাদের সামনে দ্বিতীয় কোয়ালিফায়ার রয়েছে- ঘুরে দাঁড়ানোর মন্ত্র জপছেন কামিন্স দলের কেউ সিনিয়র-জুনিয়র নয়, KKR-কে ফাইনালে তুলতে ১ম দিনেই গুরুমন্ত্র দেন গম্ভীর KKR-এর বোলিংয়ে কুপোকাত SRH, উচ্ছ্বাসে ভাসলেন সুহানা,আব্রামকে জাপটে আদর শাহরুখের রাসেলের দুরন্ত রান-আউট, মাথা নীচু করে সিঁড়িতে বসে রাহুল, 'কেউ হাগ কর', বলল সকলে আগুনে মেজাজে স্টার্ক,পঞ্চম ওভারে পরপর ২ উইকেট সহ পাওয়ার প্লে-তেই নিলেন ৩- ভিডিয়ো হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে- MI-এর ব্যর্থতা নিয়ে দাবি হরভজনের দ্বিতীয় বলেই হেডের স্টাম্প গুঁড়িয়ে দিলেন স্টার্ক, DRS নিলে পেতেন আরও ১টি উইকেট IPL থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণার মাঝেই,রাঁচিতে বাইকে ঘুরে বেড়াতে দেখা গেল ধোনিকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.