আগামী সপ্তাহে বড় 'বোমা' ফাটানোর ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই বোমার পাল্টা জবাব 'কালীপটকা' দিয়ে দেবেন বলে বালুরঘাটের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার মালদায় প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, 'আগামী সপ্তাহে এমন একটা বোম পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে।' তার পর থেকে শুরু হয় জল্পনা। কী বোমা ফাটাতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা?
এদিন বালুরঘাটে কুমারগঞ্জের সভা থেকে শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে মমতা বলেন, '‘বলে বোমা ফাটাব। বোমা ফাটালে জবাবটা হবে কালীপটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না।' উল্টে বিজেপির বিরুদ্ধে পাল্টা বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, 'বোমা তোমাদের বিরুদ্ধে ফাটাব। কালো টাকা কোথায় গেল? গদ্দার জবাব দাও।'
আরও পড়ুন। এনআরসি করার অধিকার রাজ্য সরকারের, ভোটপ্রচারে চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
তিনি শুভেন্দু আধিকারীর নাম না করে বলেন, 'টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়েদেয়ে এখন বিজেপিতে গিয়েছিস। কার বিরুদ্ধে বোমা ফাটাবি। সাজিয়ে গুছিয়ে বোমা। মনে রাখবে, উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে সেটা পড়বে।'
আরও পড়ুন। ‘আমি শো পিস!’ ফের ক্ষোভ মনোরঞ্জন ব্যাপারীর, কী বললেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা
রবিবার কুমারগঞ্জের সভায় এনআরসি প্রসঙ্গেও বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বলছে,এনআরসি করার আমি কে? আমি না কি কোন হরিদাস পাল? আমি হরিদাস পাল নই, তুমি নয় গুরুদাস পাল। এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে। আমি যদি করতে না দিই, কারও ক্ষমতা নেই করার। আমি করতে দেব না।’
অসমে এনআরসি প্রসঙ্ মনে করিয়ে মমতা বলেন, ‘করেছিলে তো, আসামে করোনি? মনে নেই আপনাদের? ১৯ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছিল। আন্দোলন করেছিল একমাত্র দল আমরা। কংগ্রেসও নয়, সিপিএমও নয়, অন্য কেউ নয়’।
আরও পড়ুন। বাংলা থেকে কত আসন? মমতার সঙ্গে কি কোনও সেটিং আছে? চমকে দেওয়া জবাব দিলেন শাহ